Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on March 12, 2014, 02:55:30 PM
-
আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যাবহার করি তারা বিভিন্ন কাষ্টম রম ব্যাবহার করতে চাই। কিন্তু কাষ্টম রম ইনষ্টল করার সময় আমাদের রিকোভারি মোডের দরকার হয়। এই রকম একটা রিকোভারি মোডের নাম হল TWRP (Team Win Recovery Mod) মোড। এটি ইনষ্টল করার জন্য আপনার মোবাইলে “GooManager” নামের একটি আপস লাগবে। এটি ইনষ্টল করে সেটিংস এ যেয়ে install open recovery script এ ক্লিক করুন। তারপরে পারমিশন yes দিয়ে করুন। একবার ফোনটা রিস্টাট হবে এবং কাজ শেষ। তবে আপনার ফোন টা রুটেড হতে হবে।