Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on March 12, 2014, 02:57:39 PM
-
স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চিকন গড়নের ৭ ইঞ্চির ট্যাবলেট প্রদর্শন করেছে হুয়াওয়ে। ‘মিডিয়াপ্যাড এক্সওয়ান’ নামের এ ট্যাবের অন্যতম দুটি বৈশিষ্ট্য লেড ফ্ল্যাসসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্রতিষ্ঠানের নিজস্ব কুয়াড কোর সিপিইউ। হুয়াওয়ের দেওয়া তথ্য মতে, ৭.১ মিমি. পুরুত্ব অনুযায়ী এটি বিশ্বের চিকন গড়নের ট্যাব। এছাড়া পণ্যটির ২৪০ গ্রাম ওজন পযুক্তিপণ্য প্রেমীদের সহজেই আকৃষ্ট করতে সক্ষম হবে। ৭ ইঞ্চি পরিমাপের এ ট্যাবের ফুল এইচডি ডিসপ্লেতে পিক্সেলের পরিমান ১৯২০ বাই ১০৮০।
অন্য বৈশষ্ট্যিগুলো-৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সিপিইউ ১.৬ গিগাহার্জ কুয়াড কোর এবং ৠাম ২ জিবি। অ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভার্সন ৪.২.২ জেলি বিনে চলা ট্যাবটিতে ফোন ফাঙ্কশনও রয়েছে। এ মুহূর্তে ট্যাবটির দাম এবং বাজারে আসা সম্পর্কে কোনো তথ্য দেয়নি চীনের এ নির্মাতা।
-
Price must not be that slim... :D
-
Wow........