Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on March 12, 2014, 03:31:20 PM

Title: অ্যানড্রয়েডে DSLR ক্যামেরা
Post by: Zahir_ETE on March 12, 2014, 03:31:20 PM
আমরা যারা অ্যানড্রয়েড ব্যাবহার করে থাকি, তারা মোবাইল দিয়েই বেশি ছবি তুলে থাকি। যারা একটু দামি মোবাইল ব্যাবহার করে তারা ক্যামেরাতে বেশি অপশন পেয়ে থাকে। যেমন- অটো ফোকাস, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মেটারিং ইত্যাদি। ছবির কোয়ালিটিও ভালো হয়। কিন্তু যারা একটু কম দামের মোবাইল ব্যাবহার করে তারা এতো অপশন পায় না।

তাঁদের জন্যই আমাদের আজকের এই পোষ্ট। আজ আমরা এমন একটি অ্যাপস নিয়ে এসেছি, যেটি ব্যাবহার করে আপনি যেকোনো মোবাইল থেকেই DSLR ক্যামেরার সকল অপশন পেয়ে যাবেন, অটো ফোকাস, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মেটারিং ইত্যাদি। এটি আপনি প্লে স্টোরে “DSLR Camera Pro” নামে পাবেন। আমাদের দেখা অ্যানড্রয়েডের সেরা ক্যামেরা অ্যাপস এটি।

http://androidnbd.com/Download/DSLR_Camera_Pro_v2.5.3.apk
Title: Re: অ্যানড্রয়েডে DSLR ক্যামেরা
Post by: R B Habib on March 23, 2014, 05:32:51 PM
Thanks for reminding those people.
Title: Re: অ্যানড্রয়েডে DSLR ক্যামেরা
Post by: arefin on March 27, 2014, 01:44:05 PM
Thank you.