Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on March 12, 2014, 03:42:51 PM
-
মেথড- ১
বেশিরভাগ এন্ড্রোয়েড ফোনে আপনি ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রেখে স্ক্রীনশট নিতে পারবেন।
মেথড- ২
স্যামসাং এবং এইচটিসি সহ কিছু এন্ড্রোয়েড ফোনে হোম বাটন ও পাওয়ার বাটন একসাথে প্রেস করে স্ক্রীনশট নিতে হয়।
মেথড- ৩
স্যামসাং কিছু ডিভাইস এ আপনি স্ক্রিন এর উপর দিয়ে হাত বুলালেই স্ক্রীনশট নিতে পারবেন। এটি চালু করতে Settings > Motion এ গিয়ে অ্যাক্টিভ করে দিন।