Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on March 14, 2014, 03:01:18 PM

Title: মোবাইল ফোনই হবে প্রজেক্টর
Post by: maruppharm on March 14, 2014, 03:01:18 PM
হাতে স্মার্টফোন থাকতে আর প্রজেক্টরের প্রয়োজন কী? ভবিষ্যতে এ ধরনের কথা বলতে পারবেন খুব সহজেই। মার্কিন বিজ্ঞানীরা সম্প্রতি স্মার্টফোনের জন্য এমন একটি চিপ তৈরি করছেন যার মাধ্যমে আপনার হাতে ধরে রাখা স্মার্টফোনটি থেকে দেওয়ালে প্রজেকশন করা সহজ হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
গবেষকেরা দাবি করেছেন, প্রজেকশন সুবিধার স্মার্টফোন শিগগিরই আসছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকেরা সম্প্রতি লাইট-বেন্ডিং সিলিকন চিপ তৈরি করেছেন।
গবেষকেরা দাবি করেছেন, এই চিপ লেন্স ফ্রি প্রজেক্টর হিসেবে কাজ করতে পারবে এবং মোবাইল ফোনে যুক্ত করা যাবে। এই চিপে যুক্ত থাকবে ইন্টিগ্রেটেড অপটিক্যাল ফেজড অ্যারে (ওপিএ) যা কোনো ছবিকে একটি একক লেজার ডায়োডের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ আকারে প্রদর্শন করতে সক্ষম।
Title: Re: মোবাইল ফোনই হবে প্রজেক্টর
Post by: shariful.islam on March 15, 2014, 05:58:44 PM
yea it's a good news for us.
Title: Re: মোবাইল ফোনই হবে প্রজেক্টর
Post by: R B Habib on March 23, 2014, 05:13:02 PM
Not bad.