Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: sabrina on March 24, 2014, 10:24:29 AM
-
গরমের সময় মেকআপ খুব নিয়ে ঝামেলায় পরতে হয় অনেকেরই। তাই গরমের সময় বেশি মেকআপ না করাই ভালো। হালকা মেকআপে আপনি যেমন সারাদিন সতেজ থাকবেন সেই সাথে মেকআপ গলে গিয়ে আপনার সাজটাকে নষ্ট করে দিতে পাড়বে না।
মুখে হালকা ময়েশ্চারাইজার অথবা ফেইস সিমার লাগিয়ে নিলেই আপনার স্কিনে একটা উজ্জ্বল সজীব ভাব চলে আসবে। ন্যাচারাল লুকেই মেয়েদের সব চেয়ে সুন্দর লাগে।
গরমের দিনে ওটারপ্রুফ মাস্কারা এবং আই লাইনার ব্যবহার করা উচিত। এতে করে মুখে তেল জমলে অথবা ঘামলে আপনার মাস্কারা এবং আইলাইনার ছড়িয়ে পরবে না।
লিপিস্টিকের বদলে লিপগ্লস অনেক বেশী সুবিধাজনক। ব্যবহার করাটাও অনেক সহজ। যখন তখন যেখানে সেখানে এটা ব্যবহার করা যায়।
ভারী মেকআপের পূর্বে অবশ্যই প্রাইমার দিয়ে নিতে হবে। প্রাইমারকে বলা হয় বেইজ মেকআপ। প্রীমার মেকআপ এবং আই শ্যাডোকে ত্বকে ভালো করে বসতে সাহায্য করে এবং গরমে গলে যাওয়ার থেকে বিরত রাখে।
গরমে লিকুইড ফাউন্ডেশানের চেয়ে ফাউন্ডেশান প্রেসড পাউডার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। এতে ত্বক ঘামালেও দেখতে প্রাণবন্ত দেখাবে। কারণ গ্রীষ্মকালে এমনিতেই ত্বক ঘর্মাক্ত থাকে তার উপর দিয়ে লিকুইড ফাউন্ডেশান ব্যবহার করলে তা গলে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে।
ব্যাগে টিস্যু পেপার রাখতে ভুলবেন না। ঘেমে গেলে টিসু পেপার দিয়ে মুছে ফেলুন চট করে।
গরমের দিন রোদে যদি সানগ্লাসটাই না পরলেন তাহলে যেন সাজটাই অপরিপূর্ণ মনে হয়। তাই গ্রীষ্মকালে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সানগ্লাস। এছাড়াও গরমের দিনে সূর্যের তাপ ও ধুলাবালি থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাসের বিকল্প কোন কিছু হতে পারে না।
-
very useful tips indeed..
-
:)
-
:) :)
-
Informative sharing. Thank you :)
-
Thanks for sharing.