Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Md. Mahfuzul Islam on March 24, 2014, 01:46:49 PM

Title: প্রথম ওয়েবসাইটঃ
Post by: Md. Mahfuzul Islam on March 24, 2014, 01:46:49 PM
স্যার টিম বার্নাস লী লন্ডনে জন্ম নেওয়া একজন পদার্থবিধ। তিনি চিন্তা করেছিলেন এমন একটি হাইপারলিঙ্কের কথা যার দ্বারা পৃথিবীর সবাই যুক্ত থাকবে। সেই মহৎ ব্যাক্তির অসাধারন আবিষ্কারকে মানুষ উন্নতির চরম পর্যায়ে নিয়ে গেছে।



info.cern.ch হল বিশ্বের প্রথম ডোমেইন/ওয়েব সার্ভার। ১৯৯১ সালের আগস্ট মাসের ৬ তারিখে এটি পাবলিশ করা হয়।

আপনারা ইচ্ছা করলে এখনি সেই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, সাইটটা এখনো আগের মতোই আছে, সাদামাটা করে রেখে দেওয়া হয়েছে যেন ইতিহাসটা অক্ষুন্ন থাকে।
Title: Re: প্রথম ওয়েবসাইটঃ
Post by: hasanmahmud on March 29, 2014, 06:04:09 PM
Nice info

Hasan.Lecturer
SWE