Daffodil International University
IT Help Desk => Use of PC => Topic started by: taslima on March 27, 2014, 12:27:38 PM
-
কম্পিউটারের গতি বাড়াতে পারে হিরা। স্পিনট্রনিকস (spintronics) যার দ্বারা কম্পিউটার আরো দ্রুত ও শক্তিশালী হবে।
হিরা শক্র, স্বচ্ছ, বিদ্যুৎ পরিবাহী, প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানানসই, অ্যাসিড প্রতিরোধকারী, বিদ্যুৎ পরিবহনের সময়ে গরম হয়ে ওঠে না এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
এছাড়া হিরার ইলেকট্রনের ঘূর্ণনও বদলানো যায়। একটি ম্যাগনেটিক রেসোনেন্স মাইক্রোস্কোপে একটি ছোট্ট হিরার টুকরো রেখে ইলেকট্রনের ঘূর্ণনের দিক পরিবর্তন করে পরীক্ষা করেছেন।
হিরার তার মাত্র ৪ মাইক্রোমিটার লম্বা ও ২০০ ন্যানোমিটার চওড়া।