Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Body Fitness => Topic started by: Mafruha Akter on March 29, 2014, 04:58:38 PM

Title: হেঁচকি দূর করার কৌশল
Post by: Mafruha Akter on March 29, 2014, 04:58:38 PM
হেঁচকি একবার ওঠা শুরু হলে সেটা আর থামতেই চায় না। যতই চেষ্টা করুন না কেন, অনেকক্ষণ ধরে বিরক্তিকর এই ব্যাপারটা চলতে থাকে। এটা শরীরের জন্য যেমন অস্বস্তিকর তেমনি বিব্রতকরও বটে। বিশেষ করে যদি বাসার বাইরে কোথাও হেঁচকি ওঠা শুরু হয়। দ্রুত হেঁচকি ওঠা বন্ধ করতে রয়েছে একটি সহজ কৌশল আর এর জন্য আপনার কাজে আসবে মাত্র এক চামচ চিনি!

এক চা চামচ চিনি মুখে নিন। সাথে সাথেই গিলে ফেলবেন না, কয়েক সেকেন্ড মুখে রেখে দিন। এর পরে পুরোটা একেবারে গিলে ফেলুন। গলার ভেতরে গিয়ে চিনি হেঁচকি থামিয়ে দেবে নিমিষেই.
Title: Re: হেঁচকি দূর করার কৌশল
Post by: Mishkatul Tamanna on July 23, 2014, 02:30:44 PM
interesting  :o