Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: moonmoon on March 29, 2014, 10:22:50 PM

Title: গরমে পুদিনা পাতা
Post by: moonmoon on March 29, 2014, 10:22:50 PM
গরমে পুদিনা পাতা
এপ্রিল ১৩, ২০১২ খাদ্য ও পুষ্টি ১,৬৮৯ বার পঠিত মন্তব্য করুন
pudina pata
চারদিকে প্রচণ্ড গরম আর খরতাপ। ক্লান্তিতে মানুষ হারাচ্ছে কাজ করার শক্তি। এই ক্লান্তি ও অবসাদ দূর করবে পুদিনাপাতা। ইংরেজিতে যার নাম মিন্ট। সালাদের বাটিতে এটি ভীষণ পরিচিত নাম। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘এ’ দ্বারা পরিপূর্ণ পুদিনাপাতা। অ্যান্টি-অক্সিডেন্ট এমন একটি উপকরণ, যা অতিরিক্ত গরমে ত্বকের যে ক্ষতি হয় তা দূর করে, গরমের ঘাম জমে যে ঠান্ডা লেগে যায় তা প্রতিরোধ করে, বয়সের ভারে বৃদ্ধ হওয়া ত্বক, চুলকে করে তরুণ।
অতিরিক্ত গরমে ছোট-বড় প্রায় সবারই খাবারে বদহজম বা ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা যায়। এই পাতা পেটের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে খাবার হজমে সাহায্য করে। বাতাস, নোংরা খাবার, নোংরা পরিবেশের মাধ্যমে বংশবিস্তার ঘটে কৃমির। কৃমিনাশক হিসেবে কাজ করে পুদিনাপাতা। অতিরিক্ত জ্বর, বড় কোনো অপারেশন, ডায়রিয়া, দীর্ঘদিন ধরে বমির পর বেশির ভাগ রোগীর মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। পুদিনাপাতা এ ক্ষেত্রে ফিরিয়ে আনবে মুখের স্বাদ। পিষে, ধনেপাতার মতো তরকারিতে ছিটিয়ে বা কাঁচা সালাদের সঙ্গে খাওয়া যায়। মাছ, মাংস বা সবজির খাবারে এই পাতা আনে বাড়তি স্বাদ এবং দেহের জন্য প্রয়োজনীয় লবণগুলোকে সরবরাহ করে রক্তের মধ্যে। দেহের জন্য ক্ষতিকর অণুজীবগুলো ধ্বংস করে। পুদিনাপাতা রান্নার চেয়ে কাঁচা খাওয়াটাই উত্তম। এতে পুষ্টিগুণ বজায় থাকে বেশি। সর্দি, হাঁচি, কাশি দূর করতেও এই পাতার ভূমিকা গুরুত্বপূর্ণ। পুদিনাপাতা, তুলসী পাতা, কাঁচা আদা, মধু মিশিয়ে খেলে ঠান্ডা লাগা দ্রুত ভালো হবে।

ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১১, ২০১২

- See more at: http://www.ebanglahealth.com/3936#sthash.79a5a3Do.dpuf
Title: Re: গরমে পুদিনা পাতা
Post by: Mousumi Rahaman on December 14, 2014, 04:40:45 PM
Informative post...
Title: Re: গরমে পুদিনা পাতা
Post by: Sharmin Jahan on January 12, 2015, 11:14:54 AM
Really good one
Title: Re: গরমে পুদিনা পাতা
Post by: Naznin.Tania on January 25, 2015, 12:36:35 PM
Nice post...thanks for sharing
Title: Re: গরমে পুদিনা পাতা
Post by: subartoeee on March 05, 2015, 05:06:14 PM
Good post.
Title: Re: গরমে পুদিনা পাতা
Post by: moonmoon on April 20, 2015, 01:50:23 PM
thanks :)