Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on March 30, 2014, 07:42:08 PM

Title: অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ
Post by: Zahir_ETE on March 30, 2014, 07:42:08 PM
স্মার্টফোনের কল্যাণে শৌখিন ফটোগ্রাফদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এক সময়ে ডিজিটাল ক্যামেরা না হলে ভালো ফটো তোলা যেত না। তবে এখন এমন ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে স্মার্টফোনগুলোতে থাকা উন্নতমানের ক্যামেরার কারণে।

তবে ফটো তুলে এডিট না করে শেয়ার করেন এমন ব্যাক্তি এখন খুঁজে পাওয়া খুবই দুঃষ্কর। তাই নিম্নে অ্যান্ড্রয়েডের ৫টি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ এর নাম দেয়া হল-
১. Instagram
২. PicsArt – Photo Studio
৩. Repix
৪. Pixlr-O-Matic
৫. Photo Editor By Aviary

সবগুলো অ্যাপসই আপনি প্লে-স্টোর থেকে ফ্রী তে ডাউনলোড করতে পারবেন।