Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on March 30, 2014, 07:58:27 PM

Title: কিভাবে ফোন কল রেকর্ড করবেন
Post by: Zahir_ETE on March 30, 2014, 07:58:27 PM
কিভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোন কল রেকর্ড করবেন ?

বিভিন্ন কারনে আপনার ফোন কল রেকর্ড করার প্রয়োজন পরতে পারে। এ কাজের জন্য আপনি প্লে স্টোরে অনেক অ্যাপসই পাবেন। আজ আমরা “Automatic Call Recorder” অ্যাপসটি নিয়ে কথা বলবো। প্লে-স্টোর এ আপনি অ্যাপসটি ফ্রীতেই পাবেন।

ডাউনলোড লিঙ্ক- “Automatic Call Recorder”

কিভাবে রেকর্ড করবেন ?

অ্যাপসটি ওপেন করুন।
Record Calls এর বক্সটি টিক দিয়ে দিন।
মিডিয়া সেটিং থেকে ফাইল টাইপ  WAV সেট করে দিন তাহলে পরে থার্ড পার্টি প্লেয়ারে রেকর্ডটি প্লএ করতে কোন সমস্যা হবেনা।
Audio Source এ Mic সিলেক্ট করুন
এপটি ক্লোজ করে দিন।
এবার কাউকে কল করুন এবং কথা বলা শুরু হলেই স্টাটাস বারে লাল রেকর্ডিং আইকন দেখতে পাবেন। এবং কলটি রেকর্ড হচ্ছে।
কল শেষ হলে নোটিফিকেশন দেখা যাবে যে কলটি রেকর্ড করা হয়ে গেছে। তাতে ট্যাপ করলে Play, Delete, Share, Save ইত্যাদি অপশনগুলো থাকবে।
যদি রেকর্ড করা ফোনকলটি শোনা না যায় বা ভালভাবে প্লে না হয় তাহলে Audio Source চেঞ্জ করে দিন। যে Audio Source এ ভাল আউটপুট পাওয়া যায় সেটাই ইউজ করুন।