(http://data1.whicdn.com/images/35135979/large.jpg)
“ আমার রংধনু শিক্ষার্থীরা ”
পরিকল্পনা মোটামুটি সম্পন্ন, অপেক্ষা শুধু Head Madam এর অনুমতির। অনুমতি দিলাম এবং বরাবরের মত দেখলাম কতটা দ্রুত ওরা শিক্ষা সফরের প্রস্তুতি নিয়ে নিল। মাহবুব ২৫ তারিখে ফিরে আসবে মুন্সিগঞ্জ থেকে; ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করে রওনা হওয়ার কথা কক্সবাজারের উদ্দেশ্যে। মাহবুব কথা রেখেছিল, আমি প্রায়ই গর্ব করে বলি, আমার ছাত্র-ছাত্রীরা কথা শোনে – কথা রাখে। এটা ওদের বিশেষ বৈশিষ্ট্য। মাহবুব কথা রেখেছিল, যাত্রা শুরু করেছিল প্রিয় শিক্ষাঙ্গন Daffodil এর উদ্দেশ্যে। তবে আমরা ওকে পেলাম নিথর দেহে – ল্যাব এইডে’র ICU তে। গত ৬টি দিনের বন্ধুদের কষ্টের সাক্ষী আমরা শিক্ষকরা। আজ ৭ম দিন – ঠিক এক সপ্তাহ আগে আমার এই ছেলেটি আমাকে, অভিভাবক তুল্য সকল শিক্ষক – শিক্ষিকাকে এবং সর্বোপরি প্রিয় বন্ধুদের, যাদের সাথে ছিল তার যাপিত জীবন সবাইকে ফেলে চলে গেছে না ফেরার দেশে।
মাহবুব, তুই কি জানিস বাবা, যে মুট কোর্ট রুমে বন্ধুরা বিতর্কের ঝড় তুলতো, সেই মুট কোর্ট রুমে চলছে সকল প্রস্তুতি, তোরই উদ্দেশ্যে। তোর নামে আজ হবে বিশেষ দোয়া, খাওয়ানো হবে সকলকে। সেই বন্ধুরাই আছে বাজার সদাই – কাটা – বাছা - রান্না সকল কিছুতে। কে জানতো কক্সবাজারের আনন্দ শিক্ষাভ্রমনের তোলা টাকাটা সকল বন্ধু খরচ করবে তোরই নামে!
আসলে তোমরা সবাই আমার রংধনু শিক্ষার্থী। অঝোর ধারায় বারি বর্ষণের পরে তোমরা জেগে উঠো আপন রূপে।
প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের উৎকন্ঠিত সময় পার করতে দেখেছি ICU’র পাশে, সুদূর মুন্সিগঞ্জে যখন বন্ধুর নামায-ই-জানাযায় অংশগ্রহনের প্রস্তুতির ব্যবস্থা করে দিয়েছি …….. দেখেছি তোমাদের কৃতজ্ঞতা ভরা চোখ। মনেরেখো, শিক্ষক শিক্ষিকারা সব সময়ই তোমাদের পাশে আছে। আর সাথে থাকবে Head Ma’am এর কড়া শাসন – স্নেহের বাধন।
মাহবুব,
গত ১টা সপ্তাহ তুই আমাকে করিডোরে দাঁড়িয়ে সালাম দিলি না – স্মিত হেসে জিজ্ঞাসা করলি না, “ম্যাম ভাল আছেন?”
আমরা ভাল থাকার চেষ্টা করছি। পরম করুনাময়ের কাছে প্রার্থনা, তুইও ভাল থাকিস বাবা ………যেখানেই থাকিস চির শান্তিতে থাকিস।
May the departed soul rest in peace. Ameen.
Head, Law Department