Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: shahanasumi35 on April 03, 2014, 06:11:58 PM

Title: নিজেকে স্লিম দেখানোর সহজ ৭টি টিপস্
Post by: shahanasumi35 on April 03, 2014, 06:11:58 PM
(১)যাদের শরীর কিছুটা মেদ বহুল তাঁরা হালকা রঙ এর পোশাক এড়িয়ে চলুন। যে কোনো রঙ এর সবচাইতে গাঢ় শেডটা বেছে নিন পোশাক নির্বাচনের ক্ষেত্রে। কালো, নেভি ব্লু, বোটল গ্রীন, কালচে মেরুন ইত্যাদি রঙ গুলোতে শরীর কিছুটা স্লিম দেখায়।
(২)যারা ওজন সমস্যায় ভুগছেন তাঁরা খুব আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন। পোশাক নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখুন যেন সেটা খুব বেশি ঢোলা কিংবা আঁটসাঁট কোনোটাই না হয়। এছাড়াও খুব বেশি বড় গলা ও হাত কাটা পোশাক এড়িয়ে চলার চেষ্টা করুন।

(৩)মেকআপের ক্ষেত্রে মুখ কিছুটা চাপা দেখানোর জন্য ত্বকের চাইতে এক শেড গাঢ় প্যান কেক দিয়ে গালের দুই পাশ চাপিয়ে নিন। এরপর ত্বকের রঙ এর ফেস পাউডার দিয়ে উপরে ব্লাশন লাগিয়ে নিন। তাহলে মুখের দুই পাশ ও ডাবল চিন কিছুটা কম বোঝা যাবে।

(৪)যাদের মুখে মেদ বেশি তাঁরা চুল ফুলিয়ে বাঁধবেন না। চুল স্ট্রেইট করে ছেড়ে রাখুন অথবা হালকা করে বেধে রাখুন।

(৫)যারা সানগ্লাস বা চশমা পরেন তাঁরা বড় আকৃতি ফ্রেম নির্বাচন করুন। বেশি ছোট ফ্রেম নির্বাচন করলে মুখের আকৃতি আরো বড় দেখাবে।

(৬)নেকলেস পরার ক্ষেত্রে গলার সাথে এঁটে থাকা নেকলেস পরবেন না। একটু ঝোলানো ধরনের মালা বেছে নিন নিজের জন্য।

(৭)যাদের শরীর মেদ বহুল তাঁরা খুব বেশি চিকন হিল পরবেন না। খুব বেশি চিকন হিল পড়লে দেখতে বেমানান দেখাতে পারে এবং স্বাস্থ্যের ক্ষতি হয়।
Title: Re: নিজেকে স্লিম দেখানোর সহজ ৭টি টিপস্
Post by: taslima on April 05, 2014, 02:15:11 PM
good
Title: Re: নিজেকে স্লিম দেখানোর সহজ ৭টি টিপস্
Post by: fatema nusrat chowdhury on July 22, 2014, 11:53:22 AM
Informative sharing. Thank you :)