Daffodil International University

Educational => You need to know => Topic started by: rumman on April 16, 2014, 08:41:41 PM

Title: এটিএম বুথের আত্মরক্ষা
Post by: rumman on April 16, 2014, 08:41:41 PM
সর্বাধুনিক নিরাপত্তাব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। কিন্তু বুথ ভাঙার চেষ্টা করে কেউ যদি জোরেশোরে ঘুষি খায়, তাহলে নিশ্চয়ই বেচারা পিছিয়ে আসবে। আক্রমণটা এর চেয়েও মারাত্মক। সুইজারল্যান্ডের ইটিএইচ ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা এটিএম বুথের টাকা লুট প্রতিরোধের এক বিশেষ উপায় উদ্ভাবন করেছেন। নতুন এ প্রযুক্তিতে থাকছে একটি বিশেষ স্তর, বুথ ভাঙার চেষ্টা করলেই এটি লুটেরার মুখে ছুড়ে দেবে প্রায় ৮০ ডিগ্রি উত্তপ্ত ফেনা। বিশেষ এই স্তরটি দেখতে মৌচাকের মতো। প্লাস্টিক ফিল্মের তৈরি এই মৌচাকের ভেতরের দিকে দুটি স্তরে থাকবে হাইড্রোজেন পার অক্সাইড ও ম্যাঙ্গানিজ পার অক্সাইড। কেউ বুথ ভাঙার চেষ্টা করলেই প্রথম স্তরে চাপ লেগে ভেতরের রাসায়নিক পদার্থ দুটি বিক্রিয়া করে জলীয় বাষ্প, অক্সিজেন ও প্রচুর তাপ উৎপন্ন করবে। সব মিলিয়ে তৈরি হওয়া গরম ফেনা লুটেরার মুখে
গিয়ে লাগবে। এর সঙ্গে থাকছে ডিএনএ ন্যানোপার্টিকেলসমৃদ্ধ বিশেষ কালি। কেউ যদি শেষমেশ সব অত্যাচার পেরিয়ে টাকাগুলো নেওয়ার চেষ্টা করে, তবে ওই কালি ছড়িয়ে গিয়ে টাকাগুলোকে মূল্যহীন করে দেবে। তার ওপর ডিএনএ ন্যানোপার্টিকেলগুলো বিশেষ চিহ্ন ছড়াতে থাকবে। ফলে
টাকাগুলো নিয়ে লুটেরার চলে যাওয়া রাস্তাও পরিষ্কার বোঝা যাবে। সূত্র : আইএএনএস।