Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: mustafiz on April 17, 2014, 04:14:42 PM

Title: Again Bird flu in Japan.
Post by: mustafiz on April 17, 2014, 04:14:42 PM
(http://d30fl32nd2baj9.cloudfront.net/bangla-media/2014/04/13/8.jpg1/ALTERNATES/w620/8.jpg)
এক হাজারেরও বেশি মুরগির মৃত্যুর পর জাপানের একটি মুরগির খামারের দুটি মুরগিতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) ভাইরাস শনাক্ত হয়েছে। এটি গত তিন বছরের মধ্যে দেশটিতে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ার ঘটনা।

রোববার জাপানের কৃষিমন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, দক্ষিণ জাপানের কুমামোতো প্রদেশের একটি খামারের সব মুরগির জেনেটিক পরীক্ষার পর উচ্চ সংক্রামক এইচ৫ ভাইরাস (বার্ড ফ্লু ভাইরাস) শনাক্ত হয়।

জাপানি গণমাধ্যমগুলো জানিয়েছে, মোট ১১শ’ মুরগি মারা গেছে এবং এক লাখ ১২ হাজারটিকে মেরে ফেলা হবে।

জাপানের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা তমোয়ুকি তাকেহিসা বলেছেন, মাংস ও ডিমের মাধ্যমে মানুষের দেহে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে ২০১১’তে রাজধানী টোকিও’র উত্তরে চিবা প্রদেশে জাপানের প্রথম বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছিল।