Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Life Science => Topic started by: maruppharm on April 21, 2014, 03:44:55 PM
-
পক্ষাঘাতে আক্রান্ত রোগীর শরীরে একটি বিশেষ বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে তাঁকে নড়াচড়া ও দাঁড়িয়ে থাকার সামর্থ্য ফিরিয়ে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এমনটিই দাবি করছেন। তাঁরা ইতিমধ্যে যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহারে সাফল্য পেয়েছেন। এ গবেষণায় নেতৃত্ব দেন লুইসভিল বিশবিদ্যালয়ের অধীন কেন্টকি স্পাইনাল কর্ড রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ ক্লদিয়া অ্যাঞ্জেলি। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ব্রেন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা তিন বছর আগে একজন রোগীর মেরুদণ্ডের হাড়ে (স্পাইনাল কর্ড) ওই যন্ত্র স্থাপন করেন। তখন বিদ্যুৎ প্রবাহের সহায়তায় তিনি নড়াচড়া ও দাঁড়াতে সমর্থ হন। বর্তমানে যন্ত্রটির আরও উন্নত সংস্করণ তৈরি করা হয়েছে। এপি।