Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on April 21, 2014, 03:52:18 PM

Title: দেশের ২৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন
Post by: maruppharm on April 21, 2014, 03:52:18 PM
২০০৯ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল যেখানে ছয় শতাংশ, বর্তমানে তা ২৪ শতাংশে দাঁড়িয়েছে। তিন কোটি ৯০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছেন।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আজ সোমবার এসব তথ্য জানিয়েছেন। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘আউটসোর্সিংয়ের মাধ্যমে ব্যবসায় উদ্যোগের উন্নয়ন’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি ছিলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে এসএমই ফাউন্ডেশন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে দুই লাখ ফ্রিল্যান্সার আছে। সংখ্যার দিক থেকে বিশ্বে এখন বাংলাদেশ তৃতীয়। তিনি জানান, নতুন করে আরও ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে সরকার ইতিমধ্যে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ৩৫ হাজার দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকার আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
জুনাইদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের পরবর্তী গন্তব্য বাংলাদেশ। কারণ এ দেশের শ্রমের মূল্য কম।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করীমের সভাপতিত্বে সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, প্রিয় ডটকমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য লুনা সামসুদ্দোহা প্রমুখ বক্তব্য দেন।
Title: Re: দেশের ২৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন
Post by: R B Habib on April 22, 2014, 03:25:16 PM
Encouraging