Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on April 21, 2014, 03:54:33 PM

Title: ফেসবুকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম
Post by: maruppharm on April 21, 2014, 03:54:33 PM
ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে। ডেস্কটপ বা মোবাইল থেকে ফেসবুকে সাইন-ইন করলে কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হয় এবং ব্যবহারকারীকে তা দেখতে বাধ্য করে। এটা বন্ধ করা একমাত্র পথ হচ্ছে একবারে এটি বন্ধ করে দেওয়া। প্রযুক্তি বিষয়ক পরামর্শক সাইট লাইফহ্যাকারের বিশেষজ্ঞ হুইটসন গর্ডন এই স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার পদ্ধতির বর্ণনা দিয়েছেন।
ডেস্কটপের ক্ষেত্রে:
১. ফেসবুকে লগ ইন করুন। ডান দিকে সেটিংস অপশনে যান।
২. বাঁ দিকে স্ক্রল করে নিচে এলে সবার শেষে ভিডিও অপশনটি পাবেন।
৩. ভিডিও অপশনটির ওপর ক্লিক করে বন্ধ করে দিন। এরপর আর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হবে না। মজিলা ও ফায়ারফক্স ব্রাউজারে নিয়ম একই।মোবাইলে ভিডিও অপশনমোবাইলে ভিডিও অপশন
মোবাইলে স্বয়ংক্রিয় ভিডিও অপশন বন্ধ করার নিয়ম
১. সেটিংসে যান
২. ফেসবুক অপশন খুঁজে না পাওয়া পর্যন্ত স্ক্রল করুন এবং খুঁজে পেলে তা ট্যাপ করুন

৩. ফেসবুক আইকনের নিচে সেটিংসে যান।
৪. ‘অটো প্লে অন ওয়াই-ফাই অনলি’ চালু করুন। এতে আপনি কেবল ওয়াই-ফাই নেটওয়ার্কে গেলে তবে স্বয়ংক্রিয় ভিডিও দেখাবে আর অন্য সময় তা দেখাবে না।