Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Topic started by: maruppharm on April 21, 2014, 03:58:51 PM
-
এক দিন পারের চেয়ে বেশি তো পরের দিন পারের চেয়ে কম। কুয়ালালামপুরে মে ব্যাংক মালয়েশিয়ান ওপেনে পারফরম্যান্সের ওঠানামায় শেষ পর্যন্ত ৫৭তম হয়েছেন সিদ্দিকুর রহমান। কাল শেষ রাউন্ডে পারের চয়ে ১ শট কম খেলা বাংলাদেশের গলফার সব মিলিয়ে খেলেছেন ২৯১ শট (+৩)। ইউরোপিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লি ওয়েস্টউড (-১৮)। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।
-
Sorry for him :(