Daffodil International University
Health Tips => Food => Fruit => Topic started by: taslima on April 22, 2014, 11:17:05 AM
-
• আমাদের শরীরের রক্ত পরিস্কার রাখে
• কাঁচা আম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে
• ক্যারোটিন ও ভিটামিন সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখে
• বিটা ক্যারোটিন থাকায় হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে
• পটাশিয়ামের অভাব পূরণ করে
• কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তসল্পতা সমস্যা সমাধানে বেশ উপকারী
• ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় গরমে ঠাণ্ডা জতীয় রোগ প্রতিরোধ
• কিডনির সমস্যা প্রতিরোধ সাহায্য করে
• লিভার ভালো রাখে
• নিঃশ্বাসের সমস্যা, জ্বরের সমস্যা উপশম করে
• অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে
• ত্বক উজ্জ্বল করে
• দাঁতের রোগ প্রতিরোধ করে
• ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্টকাঠিন্য দূর করে
• এছাড়া ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
-
Thanks