Daffodil International University
IT Help Desk => News and Product Information => Topic started by: rumman on April 30, 2014, 05:41:35 PM
-
(http://www.kalerkantho.com/assets/images/news_images/print/2014/04/30/15_78618.jpg)
পুরো পৃথিবীর তিনভাগ জল আর একভাগ স্থল থাকলেও পানযোগ্য সুপেয় পানির রয়েছে তীব্র সংকট। আর এ সংকটের সুরাহা নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তাইতো মিঠা পানির উৎস ছাড়া বিকল্প উৎসে পানি পাওয়ার চেষ্টা চলছে। কেউ করছেন লবণাক্ত পানি থেকে লবণ বিযুক্ত করার চেষ্টা, কেউ করছেন আরো আরো উৎসমুখ আবিষ্কারের চেষ্টা। তবে দান মেরে দিয়েছেন একদল ইসরায়েলি বিজ্ঞানী। তাঁরা এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন, যা হালকা বায়ু থেকে তৈরি করবে সুপেয় পানি।
ওয়াটার-জেন নামক কম্পানির অ্যাটমোস্ফিয়ারিক ওয়াটার-জেনারেশন ইউনিট এ যন্ত্র উদ্ভাবন করেছে বলে জানা গেছে। যন্ত্রটির নামকরণ করা হয়েছে ‘জিনিয়াস’। বিজ্ঞানীদের ভাষ্য, ‘জিনিয়াস’-এর আসল কেরামতি হচ্ছে হালকা শীতল বায়ুকে ঠাণ্ডা করে পানিতে পরিণত করা। এ জন্য প্রথমে সাধারণ বায়ুকে তাপ পরিবর্তি যন্ত্রের মধ্যে প্রবাহিত করে শীতল করা হবে। এই শীতলীকরণ-প্রক্রিয়ার মধ্য দিয়েই বায়ুর মধ্যে থাকা রাসায়নিক উপাদানও সরিয়ে ফেলা হবে, যাতে করে পানি বিযুক্ত করার পর তা পান করতে অসুবিধা না হয়। পরিস্রবণের ফলে বায়ুকণায় পানির উপাদানগুলো আরো আর্দ্র হয়ে উঠবে। যন্ত্রের অন্য একটি অংশ এরপর শীতল সে বায়ু থেকে পানিকে আলাদা করে বাকি বায়ু ছেড়ে দেবে।
কম্পানিটি জানিয়েছে, বর্তমানে যে দামে পানি বাজারজাত করা হয়, এর চেয়ে কয়েক গুণ সস্তায় তারা এ পানি বাজারজাত করতে পারবে। খরচ বলতে শুধু যন্ত্রের খরচ এবং বিদ্যুৎ বিল। পরীক্ষাগারে নির্দিষ্ট তাপে ও চাপে প্রতিদিন ২৫০ থেকে ৮০০ লিটার পানি উৎপাদন করা যাচ্ছে। তবে বিজ্ঞানীদের আশা, বৃহত্তর উৎপাদনে যাওয়া সম্ভব হলে বাংলাদেশি মুদ্রায় মাত্র দুই টাকায় মিলবে এক লিটার পানি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।