Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: monirulenam on May 05, 2014, 05:39:19 PM
-
প্রথমে আপনাকে hosts file এডিট করতে হবে। এজন্যে আপনার My Computer থেকে Local Dick (C:) তে যান, তারপর Windows অপশনে System32 তে যান এবং তারপর Dribers অপশনে গিয়ে etc তে ঢুকুন। (মূল ফোল্ডার লোকেশন হলঃ C:WindowsSystem32Driversetc )
where host is 500x152 আপনার IDM কে সারাজীবন চালান কোন আলাদা সফটওয়্যার ছাড়া
সেখানে দেখবেন hosts নামের একটি ফাইল আছে। নোটপ্যাড দিয়ে সেটি ওপেন করুন। তারপর নিচের লেখাগুলো copy করে নিয়ে সেই hosts ফাইলটার একদম নিচে paste করুন।
127.0.0.1 tonec.com
127.0.0.1 www.tonec.com
#27.0.0.1 registeridm.com
#27.0.0.1 www.registeridm.com
#27.0.0.1 secure.registeridm.com
127.0.0.1 internetdownloadmanager.com
#27.0.0.1 www.internetdownloadmanager.com
#27.0.0.1 secure.internetdownloadmanager.com
#27.0.0.1 mirror.internetdownloadmanager.com
#27.0.0.1 mirror2.internetdownloadmanager.com
নিচের ছবিটা দেখুন:
host edited 500x492 আপনার IDM কে সারাজীবন চালান কোন আলাদা সফটওয়্যার ছাড়া
এবার ফাইলটি সেভ করে বন্ধ করে দিন। এখন আপনার IDM ওপেন করুন। বিখ্যাত সেই ফেক সিরিয়াল কি এর কথা বলে আপনার রেজিস্ট্রেশন ডিটেইলস চাইবে সেখানে যেকোনো নাম, যেকোনো ইমেইল আইডি দিন আর সিরিয়াল কী দিন IZO7M-360FW-QY1XP-AWLPN তারপর OK দিন। একটা ম্যাসেজ আসবে সেটা Cancel দিন। ট্যাবটি চলে যাবে অথবা connection error দেখালেও বন্ধ করে দিন। এরপর IDM ওপেন করুন আর চালান সারাজীবন। (তারপরও যদি কাজ না হয় তাহলে আপনার নেট কানেকশন বন্ধ করে আবার IDM-এ সিরিয়াল কী দিন, কাজ হবেই)। এরপর কখনো IDM আপডেট দিলেও কিংবা রিডাউনলোড দিলেও একই ভাবে কাজ করতে থাকুন(host ফাইল Windows দেয়ার আগে আর Edit করা লাগবেনা)
প্রতিবার আপনার পিসি স্টার্ট দিলে এই কাজ করতে হতে পারে। তাই Desktop-এ একটি Text File-এর মধ্যে সিরিয়াল কী টা রাখুন। IDM চলার সময় মাঝে মাঝে হিজিবিজি কিছু Notifiaction আসবে। সেগুল কোন সমস্যা করবেনা। আর সেগুলোও সহজে বন্ধ করতে পারেন। সেজন্যে প্রথমে Run-এ গিয়ে লিখুন regedit । Run আপনার IDM কে সারাজীবন চালান কোন আলাদা সফটওয়্যার ছাড়া
তারপর HKEY_CURRENT_USER এ ক্লিক করুন। সেখানে Softower অপশন থেকে DownloadManager এ ক্লিক দিন। ডান পাশে কিছু জিনিস আসবে। সেখানে CheckUpdtVM এর উপর ডাবল ক্লিক করুন। দেখবেন Value data তে 10 দেয়া আছে, আপনি সেটি ০ করে দিন। regedit 500x218 আপনার IDM কে সারাজীবন চালান কোন আলাদা সফটওয়্যার ছাড়া
এরপর OK দিয়ে Registry Editor-টা বন্ধ করে দিন। আর কোন দিন IDM আপনাকে কাজের ফাকে বিরক্ত করবেনা।
-
Good tips.