Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Sultan Mahmud Sujon on May 06, 2014, 04:05:53 PM

Title: Really confused
Post by: Sultan Mahmud Sujon on May 06, 2014, 04:05:53 PM
আপনি কি কারো সাথে তর্ক করতে চান/ উলট-পালট বোঝাতে চান, তাহলে যুক্তির সাথে করুন কাজে দেবে । মন থেকে আন্তরিক হোন আর তাহলেই আপনি যা করবেন তাতেই আন্তরিকতা অর্জন করতে পারবেন। ভালো ব্যবহার ছোট ছোট উৎসর্গ থেকে আসে। স্বার্থপরেরা যদি আপনাকে টেক্কা দিতে চায় , নিজের ক্রেডিট নিতে চায় তাদরে তুচ্ছজ্ঞান করে বাতিল করুন, শোধ নেবার দরকার নেই। যে লোক কেবল নিজের কথাই ভাবে সে নেহাতই অশিক্ষিত, যত শিক্ষাই তার থাক না কেন সে শিক্ষিত হতে পারে না ।

শেষ কথা যে মানুষের মুখে হাসি নেই, তার কোন দোকান খোলা উচিত নয়। এর সাথে আমি অবাক এ সকল কথা গুলো ভালো লাগলো তাই লিখলাম তবে এ সকল আমার উক্তি নয়, মহা মনীষীরা বলে গেছেন।
Title: Re: Really confused
Post by: nadimhaider on May 12, 2014, 08:31:49 PM
opposite happening to us. reason we loose happiness.
Title: Re: Really confused
Post by: murshida on May 14, 2014, 03:39:25 PM
confused
Title: Re: Reason of demotivated
Post by: Sultan Mahmud Sujon on May 14, 2014, 10:15:58 PM
আমি যদি কোন কাজ করি এবং সেই কাজের ক্রেডিট যদি আারেক জন নেয় , সেটা আমার জন্য demotivated. আমার তথ্য যদি সঠিক ভাবে উপস্থাপন না করে সেটা আমার জন্য demotivated, কাজের মতো কাজ করে গেলাম বাট রেজাল্ট পেলাম না, সেটা আমার জন্য demotivated. কেও করর্পোরেট হাসিঁ দিয়ে চলে যায় সেটা আমার জন্য demotivated (করর্পোরেট হাসিঁটা কি সেটা পরে এক সময় ব্যাখ্যা করবো), সবাই demotivated এর কারন গুলো যানে তবে প্রকাশ করার ভঙ্গি একেক জনের একেক রকম, আশা করি  বোঝাতে পেরেছি,
Title: Re: Really confused
Post by: utpalruet on August 13, 2014, 05:21:42 PM
Thanks for sharing