(http://media.somewhereinblog.net/images/thumbs/errrorer_1261225767_1-call1.png) (http://www.somewhereinblog.net/blog/errrorer/29061802)
[দুঃখজনক ভাবে এই পোষ্ট এখন শুধুই একটি শবদেহ! ফ্রি কল এখন আর করা যাচ্ছে না তবে টকির সার্ভিস ব্যবহার করে কম খরচে বিদেশে কথা বলতে পারবেন]
ব্লগে অনেককেই ফ্রি এস.এম.এস নিয়ে পোষ্ট করতে দেখেছি কিন্তু কেউ কোন ফ্রি কল করার সমাধান দেননি। তো আসুন, আজকে আমরা সবাই কল করি ফ্রিতে।
সমস্যা হল, কল সীমিত। আমি এই সাইটটির ঠিকানা পেয়েছিলাম প্রায় ৬ মাস আগে। আজকে হঠাৎ মনে পড়ায় সবার সাথে শেয়ার করছি। কিভাবে করবেন?
.
.
.
.
প্রথমে এখানে ক্লিক করুন। নিচের মত পেইজটি আসলে আপনার নাম ও ফোন নাম্বার লিখে রেজিস্টার করুন। ফোন নাম্বারের আগে + দিবেন না তবে ৮৮ লিখতে হবে।
(http://media.somewhereinblog.net/images/thumbs/errrorer_1261225767_1-call1.png)
নিশ্চয়ই আপনার ফোনে ৪ ডিজিটের একটি কোড পেয়ে গেছেন। লগিন পেইজে গিয়ে ফোন ও ৪ ডিজিটের নাম্বারটি লিখে লগিন করুন।
(http://media.somewhereinblog.net/images/thumbs/errrorer_1261226488_2-call2.png)
২৫ ক্রেডিট কি পেয়েছেন? তাহলে কল করা শুরু করেন। (৬ মাস আগে দিত ১০০ ক্রেডিট :( :( :( )
(http://media.somewhereinblog.net/images/thumbs/errrorer_1261226916_4-call3.png)
নিউ কলে গিয়ে নিউ নাম্বারে ক্লিক করে নাম ও নাম্বার লিখে কল করুন। (নাম অপশনাল)। আপনার ফোনে অজানা বা ইউ.কে. এর নাম্বার থেকে একটা কল আসবে। রিসিভ করলে অপর প্রান্তের ডায়াল টোন শুনতে পারবেন।
দেশি নাম্বারে কথা বলতে পারবেন ৪ মিনিট। ইউ.এস.এ হলে ৫ মিনিট। আর একাধিক সিম থাকলে তো...........
শুরু করুন তাহলে:):):)