Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: kazi shahin on August 22, 2010, 01:20:24 AM
-
পৃথিবীর সব সফটওয়্যারই কি ওপেন সোর্স হয়ে যাচ্ছে? বিষয়টা কিছুটা সেরকমই, ওপেন সোর্সের মজা আসলে কেউ ছাড়তে চায় না। পৃথিবীর বাঘা বাঘা সফটওয়্যার কোম্পানীগুলি তাই ওপেন সোর্সের সাথে হাত মিলাচ্ছে। ইউডোরা মাইক্রসফটের দলে এবার যোগ দিলো সান মাইক্রসিস্টেম। এই জাভা বদৌলতেই আমরা আজকে ওপারেটিং সিস্টেম স্বাধীন সফটওয়্যার ব্যবহার করতে পারছি। সান মাইক্রসিস্টেমের জাভা একটি ব্যাপক জনপ্রিয় প্লাটফর্ম। মোবাইল, কম্পিউটার, পিডিএ সবখানে জাভার বিচরন।
গত ১৩ নভেম্বর সান ঘোষনা দিয়েছে এই জাভা’র লাইসেন্স পরিবর্তন করে GPL (General Public License)-এর ২.০ সংস্করণটি ব্যবহার করবে। এই লাইসেন্সটি লিনাক্স উন্নয়নে ব্যবহার হয়ে থাকে এবং সাধারণ মানুষ এর আওতায় বিনামূল্যে সফটওয়্যার ব্যবহার করতে পারেন এবং সাথে প্রয়জনমাফিক পরিবর্তন ও পরিবর্তন করে নিতে পারেন সফটওয়্যারটি। এই ঘোষণার ফলে এখন থেকে জাভা স্টেন্ডার্ড এডিশন, মাইক্রো এডিশন, এন্টারপ্রাইজ এডিশন প্লাটফর্মের আগামী সংস্করণগুলি ওপেনসোর্সের আওতায় ছাড়া হবে এবং বিশ্বজুড়ে জাভা ভিত্তিক প্রযুক্তি উন্নয়নকারী, এমনকি সাধারণ ব্যবহারকারীরাও এর উন্নয়নে অংশগ্রহণ করতে পারবেন।
-
Java will be more robots now.