Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on May 10, 2014, 06:09:34 PM
-
‘টেকসই হবে মোবাইল ফোন, কিন্তু দাম থাকবে সবার হাতের নাগালে’ এ রকম ফোন তৈরি করবে মটোরোলা। ১৩ মে লন্ডনে এই ফোন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটি।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, অনুষ্ঠানে ‘মটো ই’ নামের একটি স্মার্টফোনের ঘোষণা দেবে মটোরোলা। এই স্মার্টফোনটিতে থাকবে ৪.৩ ইঞ্চি মাপের স্ক্রিন।
এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে ১.২ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও চার গিগাবাইট ইন্টটারনাল মেমোরি থাকবে। অ্যান্ড্রয়েড কিটক্যাট চালিত স্মার্টফোনটি এক সিম ও দুই সিম এই দুটি সংস্করণে বাজারে আসবে। এই স্মার্টফোনটি হবে যথেষ্ট হালকা-পাতলা। এর পুরুত্ব হতে পারে ৬.২ মিলিমিটার।
অবশ্য এর দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।