Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: maruppharm on May 11, 2014, 09:18:47 AM
-
ছয়-ছয়টা সন্তান মানুষ করা যে কী জ্বালা, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিশেষ করে সন্তানেরা যখন এমন একটা বয়সে চলে এসেছে, সারাক্ষণ দুষ্টুমি আর দস্যিপনায় মেতে থাকে। এ কারণে সন্তানেরা শুটিং লোকেশনে এলেই উদ্বেগে ভোগেন অ্যাঞ্জেলিনা জোলি। তাই ঠিক করেছেন, এরপর থেকে শুটিংয়ে আর সন্তানদের আনবেন না।
জোলি বলেন, ‘ব্র্যাড আর আমি ঠিক করেছিলাম আমরা ওদের সেট কিংবা ছবি বানানোর মজা থেকে দূরে রাখব না। কিন্তু এটা ঠিক কাজে আসেনি। আমি সত্যিই চাই ওরা অন্য কিছু করুক। কারণ, দুই দিনেই আমি আর ব্র্যাড হাঁপিয়ে উঠি।’ আইএএনএস।