Daffodil International University

Fair and Events => Fair and Events => Topic started by: maruppharm on May 16, 2014, 04:10:50 PM

Title: এসএসসি পরীক্ষার ফল আগামীকাল
Post by: maruppharm on May 16, 2014, 04:10:50 PM
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে।

গত ৯ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২২ মার্চ। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখের বেশি।