Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: drkamruzzaman on May 18, 2014, 10:32:14 AM

Title: এসিডিটি-ঘরে বসেই নিয়ন্ত্রন
Post by: drkamruzzaman on May 18, 2014, 10:32:14 AM
আমরা জানি অতিরিক্ত তেল মশলায় রান্না করা খাবার,  গরুর মাংস, ফাস্ট ফুড, ডাল, দুধ এধরনের নির্দিষ্ট কিছু খাবার থেকে পেটে এসিডিটি (অম্লতা) হয়ে থাকে। এসিডিটি হলে সাধারণত আমাদের গলা-বুক জ্বালা করে, মাথায়, পেটে বা বুকে ব্যাথা হয়, সারাক্ষণ অসস্তি লাগে। এসিডিটি থেকে মুক্তি পেতে আমাদের ঘরেই রয়েছে বেশ কিছু উপাদান। চেষ্টা করে দেখুন...

তুলসী ও আমলকীর রস অম্লতা দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন খাওয়ার আগে আধা কাপ এই রস খেতে হবে।
খাওয়ার পরে আমলকী ও হরীতকীর রস নিয়মিত খেলে এর যাদুকরী ফল পাবেন খুব দ্রুত। কারণ এটা খেলে এসিডিটির সমস্যার স্থায়ী সমাধান হবে।
প্রতিদিন সকালে দুই তিনটি লবঙ্গ চিবিয়ে খান, ভুলেই যাবেন কখনো এসিডিটির সমস্যা ছিল।
অর্ধেকটা পাকা টমেটো নিয়মিত খেলে এসিডিটির কষ্ট থেকে আমাদের মুক্তি দেবে।
 পাকা পেঁপে অম্লতা দূর করতে খুবই সহায়ক
নিয়মিত দই খেলে এসিডিটি দূর হয়।
এসিডিটি থেকে পরিত্রাণ পেতে দিনে চার থেকে পাঁচ বার লেবুর জুস পান করুন।
এই উপকরণগুলো প্রায় সবসময়ই আমাদের ঘরে থাকে। তাই এসিডিটি হলে ঘরোয়া ভাবেই সমাধান করুন।
সুত্রঃ banglanews24.com
Title: Re: এসিডিটি-ঘরে বসেই নিয়ন্ত্রন
Post by: kwnafi on July 16, 2014, 09:24:23 PM
Excellent post
Title: Re: এসিডিটি-ঘরে বসেই নিয়ন্ত্রন
Post by: Mousumi Rahaman on December 15, 2014, 02:10:26 PM
Really very useful post,thanks.........
Title: Re: এসিডিটি-ঘরে বসেই নিয়ন্ত্রন
Post by: Samia Nawshin on December 17, 2014, 11:52:37 AM
Thanks for sharing. Very often I suffer from it.
Title: Re: এসিডিটি-ঘরে বসেই নিয়ন্ত্রন
Post by: Sharmin Jahan on January 12, 2015, 11:02:36 AM
Very helpful