Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: Rozina Akter on May 20, 2014, 05:09:57 PM

Title: ২০১৪ তে পোশাকের ৫ টি ফ্যাশন ট্রেন্ড
Post by: Rozina Akter on May 20, 2014, 05:09:57 PM
পালাজ্জো প্যান্টঃ

সময় এখন পালাজ্জো প্যান্টের। আধুনিক ডিজাইনের পালাজ্জো প্যান্ট পড়েও যেরকম আরাম দেখতেও তেমনি সুন্দর। সুন্দর কম্বিনেশন করে পড়লে পালাজ্জো প্যান্টে আপনাকে লাগবে আরো স্মার্ট। কিভাবে পড়বেন পালাজ্জো প্যান্ট? এটি লং টপ, শর্ট টপ, লং কামিজের সাথে পড়লে সবচেয়ে সুন্দর দেখায়। ব্লেজার এর সাথে পড়েও নতুনত্ব আনতে পারবেন পালাজো প্যান্টে। প্রিন্টেড পালাজ্জোর সাথে একরঙ্গা টপ বা কামিজ খুব সুন্দর মানিয়ে যায় আবার বেশ ঢোলা পালাজ্জোর সাথে ফ্রিলসহ ঢোলা টপ পড়লেও বেশ মানিয়ে যায়। পালাজ্জোর সবচেয়ে বড় সুবিধা হল এটি যেকোন পরিবেশে মানিয়ে যায়। আপনি পালাজ্জো পড়ে ভার্সিটি বা অফিসে যেমন যেতে পারবেন তেমনি পার্টিতেও পড়তে পারেন পালাজ্জো প্যান্ট।

জাম্পস্যুটঃ

জাম্পস্যুট পাশ্চাত্যের জনপ্রিয় একটি পোশাক যা এখন আমাদের দেশের বাজারে আসা শুরু করেছে। জাম্পস্যুটে আরাম ও ফিটনেস দুইটি ই পাবেন। তাই দেরি না করে আপনিও এবার জাম্পস্যুট ট্রাই করে দেখুন। বিভিন্ন ধাঁচের জাম্পস্যুট পাওয়া যাচ্ছে এখন। গরমের সময়ে জাম্পস্যুট পড়ে ফ্যাশনেবল হতে পারবেন এবং শান্তিতে চলাফেরা ও করতে পারবেন। সিন্থেটিক, জর্জেট, সিল্ক, সার্টিন, লিনেনসহ বিভিন্ন কাপড়ের আরামদায়ক ও বিভিন্ন ডিজাইনের জাম্পস্যুট পাওয়া যায়। পার্টির জন্য পার্ফেক্ট একটি পোশাক জাম্পস্যুট। জাম্পস্যুট এর সাথে প্ল্যাটফর্ম হিল যেমন মানিয়ে যায় স্লিপার, ব্যালেরিনা স্যু ও তেমন ই মানিয়ে যায়।

প্রিন্টেড প্যান্ট ও লেগিংসঃ

গত বছর বিভিন্ন রঙের প্যান্ট ও লেগিংস এর ব্যবহার দেখা গিয়েছিল। এবারও তা দেখা যাবে তবে ফ্যাশনে নতুনত্ব আনতে এবার প্রিন্টেড প্যান্ট ও লেগিংসের চল উঠেছে। বাহারি সব প্রিন্টের প্যান্ট বা লেগিংসের সাথে টপ বা কুর্তা পড়তে পারেন। প্রিন্টেড প্যান্ট বা লেগিংস এর সাথে এক রঙ্গা টপ বা কুর্তা বেশি মানায়। প্যান্টের প্রিন্ট হাল্কা হলে চেক প্রিন্টের টপ বা কুর্তাও পড়তে পারেন। প্রিন্টেড লেগিংসের সাথে টিউনিক বা লং টপ বেশ সুন্দর মানায়। তো এই গ্রিষ্মে কমফর্টের সাথে ফ্যাশনেবল হতে হলে বেরিয়ে পড়ুন প্রিন্টেড লেগিংস বা প্যান্ট পড়ে।

কোথায় পাবেন পালাজ্জো, জাম্পস্যুট ও প্রিন্টেড প্যান্ট ও লেগিংসঃ জাম্পস্যুট বা পালাজ্জো প্যান্টের বাহারি সব ডিজাইন পেতে হলে বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখতে পারেন। ইয়েলো, ক্যাটস আই, সোল ড্যান্স, আর্বান ট্রুথ, পিঙ্ক সিটি, বসুন্ধরা সিটির বিভিন্ন দোকানেও এখন বিভিন্ন নকশা ও রঙের পালাজ্জো, জাম্পস্যুট, প্রিন্টেড প্যান্ট ও লেগিংস পাওয়া যাচ্ছে।

ফ্লোরাল (ফুলেল) প্রিন্টঃ

এখন ফ্লোরাল প্রিন্টের কাপড়ের চল উঠেছে। পুরোন ট্রেন্ড নতুন করে আবার শুরু হয়েছে বিভিন্ন রঙের কম্বিনেশনে। ফ্লোরাল ট্রেন্ড বিগত বছরের মত এই বছরেও বেশ চলবে। ফ্লোরাল প্রিন্ট এর কামিজ, শাড়ি, প্যান্ট, টপ সব ই বেশ চলবে এই বছর।

বাহারি চেক প্রিন্টঃ

২০১৪ তে যে প্রিন্ট টি বিশেষ ভাবে দেখা যাবে সেটি হল চেক প্রিন্ট। বিশেষ করে শাড়িতে এবার নানা রকম চেক প্রিন্ট দেখা যাচ্ছে। লাল, নীল, হলুদ, কমলা ও বিভিন্ন রঙের সাথে কন্ট্রাস্ট বজায় রেখে নানা রকম চেক প্রিন্ট এর শাড়ি দেখা যাচ্ছে এখন। লুঙ্গি চেক এর মধ্যে অন্যতম। নতুন ধাঁচে এখন লুঙ্গি চেক ব্যবহার করে নানা ডিজাইনের শাড়ি, কামিজ পাওয়া যাচ্ছে। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে এখন এসব প্রিন্টের কাপড় পেয়ে যাবেন।
Title: Re: ২০১৪ তে পোশাকের ৫ টি ফ্যাশন ট্রেন্ড
Post by: fatema nusrat chowdhury on July 22, 2014, 10:53:10 AM
 :) :D