একজন গর্বিত পিতার চলে যাওয়া …..
শোক আলোচনা থেকে ফিরে এসে আমার অফিস রুমটাতে ঢুকলাম। আমার খুব প্রিয় একটা স্থান, যেখানে বসে দিনের বেশির ভাগ সময় আমার কাটে। ব্যস্ত দিনের মাঝে আমার রিক্রিয়েশন হল বিশাল নীল আকাশটাকে দেখে নেয়া। আমি অফিসের এই কাঁচ দেয়াল থেকে ব্যস্ত শহর দেখি, কখনো দেখি কঠিন রোদের ক্লান্ত দুপুর,কখনো অঝোর ধারার বৃষ্টি দেখি। হ্যাঁ আজ সকালে বৃষ্টি হল। সকালের ঝুম বৃষ্টি ধুয়ে দিয়েছে শহরটাকে। আমিনুল ইসলাম স্যার (ইমেরিটাস প্রফেসর) বলছিলেন, “রহমতের ফোঁটা বৃষ্টির মাঝে নেমে আসে। বড় ভাল মানুষ ছিলেন তিনি, তাঁর চলে যাবার দিনেও বৃষ্টি এল।” হ্যাঁ স্যার বলছিলেন আমাদের আরেক অভিভাবকের কথা, আলহাজ্ব মো: ইউনুস খান, আমাদের BoT চেয়ারম্যান সবুর খান স্যারের বাবা। তাঁর সাথে কখনো কথা হয়নি আমার, কিন্তু ইমেরিটাস স্যার এমনভাবে বর্ণনা দিচ্ছিলেন মনে হচ্ছিল যে, এই তো চোখের সামনে দেখছি দুই সৌম্য শান্ত ব্যক্তিত্বকে। স্যার বলছিলেন, “কিছুদিন আগেই উনার সাথে দেখা হয়েছিল। আমরা একসাথে খেলাম, গল্প করলাম।” উনার পরিবারের সদস্যরা জানাচ্ছিল যে, ইউনুস স্যার নাকি কিছুদিন থেকে খেতে পারছিলেন না। স্যার বললেন, “আমার খুব ভালো লাগছিল উনি আমার সাথে তৃপ্তি সহকারে সেদিন খেয়েছেন।” যখনই দেখা হতো, আমিনুল ইসলাম স্যারের সাথে সময় ধরে ড্যাফোডিলের-ই গল্প করতেন। আর অনেক অনেক দোয়া করতেন তাঁর প্রিয় পুত্র সবুর খান স্যারকে। সন্তানের সাফল্যে গর্বিত ছিলেন এই মানুষটি। একবার একটা লেখা পড়েছিলাম, “সফল ব্যক্তিদের পিতা মাতার অনুভূতি” --- এক পিতা বলেছেন, “আমার সন্তানের যত সাফল্য দেখি ততই ওর ছেলেবেলার কথা আমার মনে পড়ে।” কথাটা মনে পড়েছিল, যেদিন চেয়ারম্যান স্যারের বাবার একটা সুন্দর মুহূর্তের ছবি দেখেছিলাম। সুন্দর মুহূর্তের এই জন্য, কারন ছবিটা ধরে রেখেছিল তিন জেনারেশনকে, ইউনুস খান ---- সবুর খান --- আকিব খান। সেদিন আমার বাবাকে ছবিটা দেখানোর পর তিনি বলেছিলেন, “একজন গর্বিত পিতা।”
আজ সকালে অফিস মেইল খুলে দেখলাম --- শোকবার্তা। মনে মনে বললাম, “একজন গর্বিত পিতার চলে যাওয়া।” চুপচাপ কিছুক্ষণ বসে থাকলাম। শুনেছিলাম স্যারের বাবার অসুখটা তাঁকে জানানো হয়নি --- খুব স্বাভাবিক---- তাঁকে কষ্ট দেবোনা বলেই কষ্টের কথা জানানো হয়নি। কিন্তু না ফেরার দেশের এই মানুষটা কি জানতে পারছে তাঁর জন্য তাঁর সুসন্তাদের হৃদয় এখন কতটা দু:খ ভারাক্রান্ত, কতটা কষ্টে আছে। তারপরও সন্তানদের সকল কষ্ট ছাপিয়ে প্রার্থনা পিতার আত্মা শান্তিতে থাকুক। আমীন। না ফেরার দেশে যে বাবা চলে গেছেন তাঁকে ফিরে পাওয়া যাবেনা। তবুও তাঁর ভাললাগা আর ভালবাসার কাজগুলোর মাধ্যমেই স্মরণ করা যাবে তাঁকে। সুসন্তানদের কাছে একজন বাবার এই সামান্য চাওয়াটাই থাকে।
farhana helal mehtab
Head, Dept of Law
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/p843x403/10366122_679040352132683_8157435122133902387_n.jpg)
ম্যাডাম, সুন্দর ছবি বলে আপনি মনে হয় এই ছবিটা-ই বুঝিয়েছেন।
Thank You so much Md. Khairul bhai. Yes, I was talking about this special photo. The other day I was seeing the hand image of Son, Father & Grandfather. And that was so symbolic!
(http://tn.clashot.com/thumbs/2848969/52940544/thumb_w800.jpg)