Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Md. Mahfuzul Islam on May 29, 2014, 10:37:13 AM

Title: কিছু দরকারি সফটওয়্যার
Post by: Md. Mahfuzul Islam on May 29, 2014, 10:37:13 AM
কিছু দরকারি সফটওয়্যারের নতুন সংস্করণ ইন্টারনেট থেকে নামাতে গেলে দেখা যায় সেগুলোর ওয়েব ইনস্টলেশন শুরু হয়। অর্থাৎ পুরো সফটওয়্যারটি সরাসরি না
নেমে আংশিক ইনস্টলারটি নেমে থাকে। সেটি চালু করলে ইন্টারনেটে থাকা অবস্থায় পরে ইনস্টল হয়। এভাবে সফটওয়্যারটি নিজের কম্পিউটারে সংরক্ষিত থাকে না৷
পরে অন্য কোনো কম্পিউটার বা নতুন অপারেটিং সিস্টেমে নতুন করে সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রতিবার সময় এবং ব্যান্ডউইথ দুটোরই অপচয় হয়। এর
বিকল্প ব্যবস্থাও আছে। গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যারের পূর্ণাঙ্গ সংস্করণ নামানোর ঠিকানা নিচে দেওয়া হলো।
মজিলা ফায়ারফক্স: ফায়ারফক্সের ২৯.০.১ সংস্করণটি নামাতে হলে প্রথমে (http://goo.gl/P8VnSv) ঠিকানায় যেতে হবে। তারপর তালিকায় থাকা ইংরেজি
ভাষার সারি থেকে উইন্ডোজ কলামের ডাউনলোড লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন ফায়ারফক্সের পুরো ইনস্টলারটি।
গুগল ক্রোম: ক্রোম সরাসরি নামাতে হলে (http://goo.gl/cPxR8h) ঠিকানায় গিয়ে ডাউনলোড ক্রোম বোতামে ক্লিক করলে সরাসরি সেটি নামতে থাকবে।
ফ্ল্যাশ প্লেয়ার: এই সময়ের সব ওয়েবসাইটেই ফ্ল্যাশযুক্ত বিষয়বস্তু থাকায় সেগুলো দেখতে হলে অবশ্যই ব্রাউজারের সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ প্লেয়ারও ইনস্টল করতে হবে। প্লেয়ার
দুটি নামাতে চাইলে প্রথমে (http://goo.gl/mEsZeC) ঠিকানায় গিয়ে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য তালিকার প্রথম সারি থেকে ডাউনলোড ইএক্সই ইনস্টলার
লিংকে ক্লিক করতে হবে। ফায়ারফক্স এবং অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে দ্বিতীয় সারি থেকে একইভাবে ইএক্সই ফাইলটি নামিয়ে ইনস্টল করতে হবে।
স্কাইপ: নতুন গ্রুপ ভিডিও চ্যাটিং সুবিধাসহ স্কাইপের পুরো সংস্করণ পেতে (http://goo.gl/m1scLt) ঠিকানায় গেলেই চলবে৷
অ্যাডবি রিডার: পিডিএফ ফাইল পড়ার জনপ্রিয় এ সফটওয়্যারটি সরাসরি নামাতে চাইলে যেতে হবে (http://goo.gl/TMQs2a) ঠিকানায়। তারপর নিচে থাকা
প্রথম মেনু থেকে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, দ্বিতীয় মেনু থেকে ইংরেজি ভাষা বাছাই করলে শেষ ধাপের মেনুতে অ্যাডবি রিডারের বিভিন্ন সংস্করণ দেখা যাবে।
সেখান থেকে ১১তম সংস্করণটি নির্বাচন করে নিচে থাকা ডাউনলোড নাউ বোতামে ক্লিক করলে সেটি নামতে শুরু করবে।
Title: Re: কিছু দরকারি সফটওয়্যার
Post by: mominur on May 29, 2014, 02:04:50 PM
Thanks for sharing........