Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: maruppharm on May 31, 2014, 10:46:06 AM

Title: পাগলামি
Post by: maruppharm on May 31, 2014, 10:46:06 AM
স্বেচ্ছায় নিজেকে আহত করে ১৯৯০ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল-চিলি ম্যাচ বাতিল করেছিলেন চিলির গোলরক্ষক রবার্তো রোহাস। হার এড়িয়ে বিশ্বকাপে যাওয়ার হীন উদ্দেশ্য ধরা পড়ে যাওয়ায় পরপর দুটি বিশ্বকাপে নিষিদ্ধ হয় চিলি।