Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Beauty Tips => Topic started by: chhanda on May 31, 2014, 11:20:21 AM

Title: চেহারার উজ্জ্বলতা বাড়াতে কলার প্যাকে
Post by: chhanda on May 31, 2014, 11:20:21 AM
দই, কলা, ডিম স্বাস্থ্যের জন্য বেশ উপকার। তবে প্রচন্ড গরমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও বেশ কাজ করে এগুলো। এ তিনটির মিশ্রনে তৈরি প্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কেরামতি দেখাবে। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন পার্লারের ফেসিয়ালের মতো উপকারিতা।

অর্ধেকটা কলা, ১টি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ দই একসাথে মিশিয়ে প্যাকটি তৈরি করুন।

প্রথমে কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর পুরো মুখে ভালো করে সমান ভাবে লাগান।

১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। দেখবেন কতটা সতেজ হয়ে উঠে আপনার ত্বক।
Title: remove pimples
Post by: usha on June 18, 2014, 10:22:08 AM
 mix 1 spoon hunny and 1 spoon lemon juice and apply on face keep it for 25 min and wash.  it will remove pimples within 7 days.
Title: Re: চেহারার উজ্জ্বলতা বাড়াতে কলার প্যাকে
Post by: Nujhat Anjum on September 01, 2014, 12:22:08 PM
Thanks for sharing.