Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Rozina Akter on June 01, 2014, 05:28:49 PM

Title: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: Rozina Akter on June 01, 2014, 05:28:49 PM
লবঙ্গ
ঘরে থাকা সবচাইতে সহজলভ্য এবং মাড়ির রক্ত পরার উপশমে কার্যকরী উপাদানটি হচ্ছে লবঙ্গ। লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাড়ির রক্ত পড়া দ্রুত বন্ধ করে এবং দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। মাড়ির রক্ত পড়া রোধে দুটো লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চুষতে থাকুন। দেখবেন মাড়ির রক্ত পড়ার সমস্যা দূর হবে।

অ্যালোভেরা
অ্যালোভেরার নানা ঔষধি গুণাগুণ রয়েছে তা আমরা অনেকেই জানি। এরই মধ্যে মাড়ির সুরক্ষার গুনটিও পড়ে। অ্যালোভেরা পাতা নিয়ে এর ভেতরকার অ্যালোভেরা জেল বের করে মাড়িতে ঘষে নিন। এরপর অ্যালোভেরার জেলটি খানিকক্ষণ মুখে রেখে দিন। তারপর মুখ কুলি করে ধুয়ে ফেলুন। দেখবেন মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে।

নিয়মিত ব্রাশ এবং ফ্লস করা
অনিয়মিত ব্রাশ করার কারণে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। তাই নিয়মিত ব্রাশ করার অভ্যাস করা উচিৎ। ব্রাশের পাশাপাশি ফ্লস করা অত্যন্ত জরুরী। কারণ ফ্লসের মাধ্যমে মাড়িতে লেগে থাকা খাদ্যকনা দূর হয় যা ব্রাশ করার পরও রয়ে যায়। তাই মাড়ি থেকে রক্ত পরার হাত থেকে বাঁচতে চাইলে ব্রাশের পাশাপাশি ফ্লস করুন।

ফল এবং কাঁচা সবজি খাওয়া
আপেল, পেয়ারা, গাজর, পেঁপে ইত্যাদি ধরণের ফল দারে মাড়ির জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। এই ধরনের ফলমূল এবং কাঁচা সবজি খাওয়ার সময় দাঁতের মাড়ির ভেতর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এতে মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

লবণ পানির কুলকুচা
মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং মাড়ির সুরক্ষায় সব চাইতে সহজ একটি ঘরোয়া কাজ হচ্ছে লবণ ও কুসুম গরম পানির কুলকুচা করা। ১ মগ কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিনে ৩ বার কুলকুচা করুন। মাড়ির রক্ত পড়া সমস্যা থেকে রেহাই পাবেন।
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: Mashud on June 09, 2014, 02:19:22 PM
It is necessary for us.
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: Rozina Akter on June 16, 2014, 05:49:51 PM
True
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: anowar.bba on June 26, 2014, 11:15:14 AM
good to know
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: drkamruzzaman on June 29, 2014, 12:36:10 PM
Informative post. Thanks for sharing.
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: fatema nusrat chowdhury on July 22, 2014, 11:08:25 AM
Informative sharing. Thank you :)
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: Rozina Akter on July 22, 2014, 03:00:55 PM
thanks everyone
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: sadia.ns on July 23, 2014, 12:29:17 PM
useful post  :)
Title: Re: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়
Post by: utpalruet on August 10, 2014, 11:40:57 PM
everybody will be benefited by this info