Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: Md. Mahfuzul Islam on June 03, 2014, 03:03:44 PM
-
'টাইজেন' অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং।
'স্যামসাং জেড' নামের স্মার্টফোনটি আগামী মাস থেকে বাজারে আসতে পারে। নিজেদের বেশির ভাগ স্মার্টফোনে গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও এবারই প্রথম এ অপারেটিং সিস্টেম ব্যবহার করল স্যামসাং। উল্লেখ্য, ইন্টেলের সহায়তায় অপারেটিং সিস্টেমটি নিজেরাই তৈরি করেছে স্যামসাং।
সূত্র : বিবিসি