Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on June 05, 2014, 11:34:02 AM
-
(http://www.kalerkantho.com/assets/images/news_images/print/2014/06/04/2_92217.jpg)
পুরো নাম 'ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক'। আগেকার অ্যানালগ সিস্টেমের যাবতীয় টেলিফোন ব্যবস্থাকে হটিয়ে দিয়ে যখন পুরোপুরি ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক এলো, তখন এর প্রয়োজন হয়ে পড়েছিল একটি একীভূত কাঠামোর। আর ওই কাঠামোকেই বলা হয় 'আইএসডিএন'। তারবিহীন ও তারযুক্ত যোগাযোগব্যবস্থায় একটি বৈশ্বিক আদর্শ তৈরি করেছে এটি। অত্যাধুনিক যোগাযোগব্যবস্থার যাবতীয় অনুষঙ্গ মাথায় রেখেই তৈরি করা হয়েছে এর নকশা। এ ব্যবস্থায় একটি আদর্শ ডিজিটাল ট্রান্সমিশন লাইন ব্যবহার করে গ্রাহকদের কাছে অনেকগুলো যোগাযোগ চ্যানেল স্থাপন করা হয়। সাধারণত দুটি ধাঁচে এই সংযোগটি তৈরি করা হয়- 'বেসিক রেট' (সাধারণ গ্রাহক) ও 'হাই স্পিড রেট' (বাণিজ্যিক)। বেসিক রেটের গতি হয় ১৪৪ কেবিপিএস এবং উচ্চগতির 'প্রাইমারি রেট ইন্টারফেস' (পিআরআই)-এর গতি হয় ১.৫৪ এমবিপিএস।