Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:12:36 PM

Title: অ্যাপস কর্নার ওয়ার্ল্ড কাপ ২০১৪
Post by: maruppharm on June 09, 2014, 04:12:36 PM
আর্জেন্টিনার প্রথম খেলাটা কবে যেন, এবারও কি স্পেনের অধিনায়ক ক্যাসিয়াস, ব্রাজিল দলের কোচ যেন কে, এবার গ্রুপ অব ডেথ বলা হচ্ছে কোনটিকে—সব প্রশ্নের উত্তর স্মার্টফোনে পাবেন। ডাউনলোড করে নিন ওয়ার্ল্ড কাপ ২০১৪ অ্যাপ্লিকেশনটি।

খেলার সময়সূচি, স্থান, দলগুলোর নানা তথ্য, সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়দের নানা তথ্য পাবেন এতে।

টুর্নামেন্ট যত এগোবে অ্যাপ্লিকেশনটি সব তথ্য হালনাগাদ করবে। দ্বিতীয় রাউন্ডে কারা উঠল, কোয়ার্টার ফাইনালে কারা খেলবে, এভাবে পর পর ফাইনাল পর্যন্ত সব তথ্য পাওয়া যাবে।

আপনার ফোনের সময় অনুযায়ী খেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

নির্মাতা: কেভিন চুং
সংস্করণ: ১.২.৭
আকার: ৫১৫ কিলোবাইট
নামানোর ঠিকানা: http://goo.gl/KAYq4Y
ডটকম প্রতিবেদক