Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:15:04 PM

Title: স্মার্টফোনের চুরি ঠেকাতে ওরাকল সফটওয়্যার
Post by: maruppharm on June 09, 2014, 04:15:04 PM
স্মার্টফোন চুরি রোধে ‘কমিউনিকেশন ইগল’ নামের নামের আইডেন্টিটি রেজিস্টার সফটওয়্যার বাজারে এনেছে ওরাকল।
ওরাকলের এই সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের স্মার্টফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) কোড সহজেই কেন্দ্রীয় রেজিস্টারে কালো তালিকায় ফেলতে পারবে। কালো তালিকাভুক্ত স্মার্টফোন আর কোনো নেটওয়ার্কেই সমর্থন করবে না। ফলে স্মার্টফোন চুরির প্রবণতাও কমে যাবে।
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা সিআইইআরতে বিশ্বের সব কালো তালিকাভুক্ত মোবাইল বা ইলেকট্রনিকস ডিভাইসগুলো রেজিস্ট্রার করা থাকে। এই কেন্দ্রীয় রেজিস্টার আন্তজাতিক জিএসএমএ কর্তৃক পরিচালিত হয়। ওরাকলের নতুন এই সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (সিএসপি) প্রতিষ্ঠানসমূহ সহজেই এই কেন্দ্রীয় ডেটাবেজে তাদের গ্রাহকদের তথ্য সংযুক্ত করতে পারবে।