Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:16:13 PM

Title: প্রযুক্তিবিশ্ব মাতাবেন যাঁরা
Post by: maruppharm on June 09, 2014, 04:16:13 PM
বয়সে তাঁরা নিতান্তই তরুণ। এরই মধ্যে নিজেদের কাজ, উদ্যোগ দিয়ে প্রযুক্তি-দুনিয়ায় শক্ত জায়গা করে নিয়েছেন৷ তাই স্থান পেয়েছেন বিজনেস ইনসাইডার ওয়েবসাইটের তৈরি করা তথ্যপ্রযুক্তি খাতে ৩০ বছরের কম বয়সী ৩০ প্রভাবশালীর তালিকায়। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে সিলিকন ভ্যালি কাঁপাবেন আজকের এই তরুণেরা। এ তালিকার শীর্ষে আছেন ফেসবুকের মার্ক জাকারবার্গ। তথ্যপ্রযুক্তি খাতের ৩০ বছরের কম ৩০ প্রভাবশালীর তালিকার শীর্ষ দশে থাকা ১০ জনকে নিয়ে এ প্রতিবেদন।

জন জিমার,  ক্রিস্টেন টাইটাস ,মার্ক জাকারবার্গ, জোয়ে গ্রিন, আরন লেভিমার্ক জাকারবার্গ
সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফেসবুক
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ (২৯)। ১২০ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত আছেন ফেসবুকে। সামাজিক যোগাযোগ সাইটকে আরও ব্যবহারের উপযোগী করতে মার্ক লোকেশন শেয়ারিং অ্যাপ গ্ল্যান্সি যেমন অধিগ্রহণ করেছেন, তেমনি হোয়াটসঅ্যাপও অধিগ্রহণ করেছেন। ১৯৮৪ সালে জন্মগ্রহণকারী মার্কের বর্তমান সম্পত্তির পরিমাণ দুই হাজার ৫৩০ কোটি ডলার। এ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন মার্ক।

ট্রাইস্টেন ওয়াকার
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াকার অ্যান্ড কোম্পানি
সৌন্দর্যচর্চার নানা ধরনের পণ্য বিক্রির উদ্যোগ ওয়াকার অ্যান্ড কোম্পানি। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাইস্টান ওয়াকার (২৯) বর্তমানে প্রায় ২৪ লাখ ডলারের মালিক। জনপ্রিয় জায়গা সম্পর্কে অন্যদের জানানোর অ্যাপ ফোরস্কয়ারে কাজ করেছেন ট্রাইস্টেন। সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা চালু করেন তিনি। ট্রাইস্টান আছে তালিকার দ্বিতীয় স্থানে৷

ডাস্টিন মোসকোভিজ
সহপ্রতিষ্ঠাতা, আসানা
ই-মেইল ছাড়া সহজে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের সুযোগ নিয়ে চালু হয় আসানা। আর মানুষের মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে, সে বিষয় নিয়ে রয়েছে ভিিকউরিয়াস সিস্টেম। রয়েছে গুড ভেঞ্চার নামের ফাউন্ডেশন। এমন উদ্যোগগুলোর প্রতিষ্ঠাতা ডাস্টিন মোসকোভিজ (২৯)। বর্তমানে ৮০ জন কর্মী কাজ করছেন আসানায়, যার ইতিমধ্যে আয় তিন কোটি ৮২ লাখ ডলার ছাড়িয়েছে। এ ছাড়া গুড ভেঞ্চারে অর্থের পরিমাণ পাঁচ কোটি পাঁচ লাখ ডলার এবং ছয়জন কর্মী নিয়ে পরিচালিত ভিকিউরিয়াস সিস্টেমের বর্তমান আয় ছয় কোটি ডলার। ১৯৮৪ সালে জন্ম ডাস্টিনের। তালিকায় আছেন তৃতীয় স্থানে।

জোয়ে গ্রিন
সহপ্রতিষ্ঠাতা, কজেস
অ্যাপ তৈরি করেই এগিয়ে গেছেন জোয়ে গ্রিন (২৯)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বন্ধু ছিলেন। ফেসবুকে যোগ দেওয়ার ব্যাপারে জোয়েকে আমন্ত্রণও জানিয়েছিলেন মার্ক। তবে সেটি না করে জোয়ে মানবপ্রীতির উদ্যোগ নেন এবং অলাভজনক একটি প্রতিষ্ঠানের জন্য