Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:17:45 PM

Title: কৃষকের উদ্ভাবন ‘সুটকেস কার
Post by: maruppharm on June 09, 2014, 04:17:45 PM
Nextআরও ছবি
পরিশ্রম করলে তার ফল মেলে কথাটা চীনের কৃষক হি লিয়াংচি ভালো করে জানেন। তিনি গত দশ বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছেন একটি সুটকেস কার। এই সুটকেস কারে করে মালপত্র বহনের পাশাপাশি নিজেও যাতাযাত করেন তিনি। গতকাল এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

চীনের হুনান প্রদেশের এই কৃষক সুটকেস গাড়িতে চড়ে প্রতিদিন কয়েক কিলোমিটার যাতাযাত করেন। সাত কেজি ওজনের এই গাড়িটিতে দুজন বেশ স্বচ্ছন্দেই চড়তে পারে। গাড়িটির গতিও ঘণ্টায় ২০ কিলোমিটার। এতে জিপিএস নেভিগেটর রয়েছে এবং যাতে চুরি না হয় সেজন্য বিশেষ অ্যালার্মও রয়েছে। গাড়িটি চলে ব্যাটারিতে। অর্থাত্ লিয়াংচিকে এটি নিয়মিত চার্জ দিতে হয় ।

পেশায় কৃষক হলেও উদ্ভাবক হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। এর আগে ১৯৯৯ সালে গাড়ির নিরাপত্তা পদ্ধতি উদ্ভাবনের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে পুরস্কারও পেয়েছিলেন।

নতুন এই সুটকেস গাড়ি তৈরি কথা মাথায় কীভাবে এল? লিয়াংচি বলেন, পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাঁর সুটকেস হারিয়ে গিয়েছিল। তখনই তিনি এই সুটকেস গাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন।