Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:18:07 PM

Title: চালক ছাড়া গুগলের গাড়ি
Post by: maruppharm on June 09, 2014, 04:18:07 PM
চালক ছাড়া চলবে এবার এমন গাড়ি নিয়ে আসছে গুগল। স্বচালিত বা সেলফ ড্রাইভিং কার নামের এ গাড়ির নমুনা এবার সত্যিই দেখাল প্রতিষ্ঠানটি৷ যদিও এর
আগে পরীক্ষামূলকভাবে গুগল গাড়িগুলো রাস্তায় নামিয়েছিল। তবে সে সময়ে নিরাপত্তার খাতিরে চালকের আসনে একজন গাড়িটি নিয়ন্ত্রণ করেছিলেন।
গুগলের চালকহীন এ গাড়িতে নেই কোনো স্টিয়ারিং হুইল, অ্যাকসেলারেশন প্যাডল কিংবা ব্রেক! নিজে নিজেই গাড়িটি চলতে পারে, থামতে পারে। নিজেদের এমন
গাড়ির ঘোষণা দেওয়ার সময়ই গুগল এ ধরনের তথ্য জানিয়েছিল। এক বিবৃতিতে বলা হয়, পুরোপুরি চালক ছাড়া গাড়ি তৈরিই ছিল প্রকল্পের মূল লক্ষ্য। আমরা মনে
করছি, এটি রাস্তায় দুর্ঘটনা রোধে সাহায্য করবে। এখন প্রয়োজন হবে শুধু নির্দিষ্ট জায়গার সঠিক ঠিকানা নির্দিষ্ট করে দেওয়া, যেখানে গুগলের এ গাড়িটি চলে যেতে
পারবে একা একাই৷ বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের এ প্রকল্পের পরিচালক ক্রিস উর্মসন বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটি উদ্যোগ। তবে এখন এর মাত্র
শুরু৷ এ গাড়ি নিয়ে আমরা আরও কাজ করতে চাই।’
গাড়ি চলাচলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, যা আগেও পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিল গুগল। বিশেষ নেভিগেশন সফটওয়্যারের
মাধ্যমে চালিত গুগলের পরীক্ষামূলক গাড়িগুলো ইতিমধ্যে ৭০ হাজার মাইল রাস্তা পাড়ি দিয়েছে। এ ছাড়া প্রয়োজনে েনভিগেশন সফটওয়্যারের মাধ্যমে পার্কিং এলাকাও
খুঁজে নিতে পারবে। বিশেষ করে যাঁরা অত্যন্ত বয়স্ক হয়ে গেছেন এবং গাড়ি চালাতে সমর্থ নন, তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে এ গাড়ি বেশ কাজে দেবে।
শিগগিরই সবার জন্য ছাড়া হবে এ গাড়ি। চালক ছাড়া এ গাড়ি নিয়ে গুগল ইউটিউবে একটি ভিডিও (http://goo.gl/P4b1dv) প্রকাশ করেছে।—বিবিসি
অবলম্বনে কাজী আলম