Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:18:26 PM
-
গুগল এমন গাড়ি তৈরি করছে, যাতে কোনো স্টিয়ারিং হুইল থাকবে না। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া টেক সম্মেলনে গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন গাড়ি তৈরির এই তথ্য জানান। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সের্গেই ব্রিন বলেন, পরীক্ষামূলকভাবে গুগল ১০০টি প্রোটোটাইপ চালকবিহীন গাড়ি তৈরি করবে, যাতে কোনো স্টিয়ারিং হুইলের দরকার হবে না। এই গাড়িতে কোনো ব্রেক বা গ্যাস পেডালও থাকবে না। গাড়িটি চালু বা বন্ধ হবে সুইচ বা বাটনের মাধ্যমে। গাড়ি হবে দুই সিটের। গাড়িটি চালু হলে শুরুতে এর গতি হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার। স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য গাড়িতে লেজার ও রাডার সেন্সরের পাশাপাশি ক্যামেরা তথ্য ব্যবহূত হবে।
গুগলের স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন বলেন, ‘এই গাড়িটি নিয়ে আমরা রোমাঞ্চিত। এই গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির প্রযুক্তির ক্ষেত্রে আমাদের এগিয়ে দেবে এবং আমাদের সীমাবদ্ধতাগুলো বুঝতে সাহায্য করবে।’
তবে নতুন তৈরি এ গাড়িগুলো বিক্রি করবে না গুগল। চালকবিহীন এই গাড়ি তৈরিতে অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।