Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:29:13 PM
-
আমরা কেবল যন্ত্র নির্ভর হবো, প্রযুক্তিকে প্রধান্য দিয়ে এগিয়ে যাব অথচ মানবিকতাকে গুরুত্ব দেব না এটা কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাট্যজন আরণ্যক নাট্য দলের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’র শেষ দিনে মেলা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আধুনিকতায় প্রযুক্তির ব্যবহার অবশ্যই প্রয়োজন। এই মেলা তরুণদের উৎসাহিত করবে। তবে দেখা যাচ্ছে মানুষ কেবল প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। মানবিক গুণাবলী হারিয়ে যাচ্ছে।
মেলার শেষ দিনে ‘চিল্ড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড’ আয়োজন প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, ডিজিটাল মেলা শিশু সুলভ মনে হয়নি। শিশুদের প্রযুক্তির দিকে অবশ্যই এগিয়ে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে কম্পিউটারে ফুটবল-ক্রিকেট খেলতে গিয়ে শিশুরা যেন সত্যিকারের খেলা থেকে দূরে সরে না যায়।
প্রযুক্তির মেলবন্ধনে ‘ভবিষ্যতের বাংলাদেশ’ বিনির্মাণের প্রত্যয়ে বুধবার থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দেশের সবচেয়ে বড় উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। ৪ দিনব্যাপী এ মেলার শেষ দিন শনিবারও থাকছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালা। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/296775.html#sthash.1qJEAkJe.dpuf