Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:31:46 PM

Title: উপমহাদেশের প্রথম শর্ট ওয়েভ অ্যান্টেনা
Post by: maruppharm on June 09, 2014, 04:31:46 PM
ক সময়ের খুবই জনপ্রিয় গণমাধ্যম বেতার। গণমাধ্যমের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে এ মাধ্যম।

ইতিহাসের সাক্ষ্য মতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এ সংক্রান্ত সংবাদ জানতে দেশের মানুষ দলে দলে জড়ো হতেন বেতার শুনতে।

পরবর্তী সময়ে এফএম রেডিও যুক্ত হওয়ায় আরও কয়েক ধাপ এগিয়েছে মাধ্যমটি। বিশ্বব্যাপী তরুণ-তরুণীদের কাছে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে এটি।

দৈনন্দিন জীবনযাত্রায় ‍নানা সময়ে এমনকি বাস, রিকশায় চলার পথে কানে ইয়ারফোনে গান কিংবা খেলার খবর শোনা যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

প্রযুক্তির আধুনিকতায় ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়া মানুষের মন জয় করলেও কমেনি বেতারের সেই আবেদন। আজও সগৌরবে ভাস্বর বেতার।

এরই মধ্যে বেতারে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। যেটাকে বলা হচ্ছে ‘শর্ট ওয়েভ অ্যান্টেনা’।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান চারদিন ব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪-এর শেষ দিনে শর্ট ওয়েভ অ্যান্টেনা প্রসঙ্গে বাংলানিউজের সঙ্গে আলাপ হয় বাংলাদেশ বেতারের ডেপুটি রিজিওনাল ইঞ্জিনিয়ার এসকে ইনামুল করিমের সঙ্গে।

তিনি বলেন, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে উপমহাদেশে প্রথম ‘শর্ট ওয়েভ অ্যান্টেনা’ নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ বেতারের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম মল্লিক এ অ্যান্টেনার মডেল নির্মাণ করেন।

ইনামুল করিম বলেন, বাংলাদেশ বেতার বর্তমানে ছয়টি- বাংলা, ইংরেজি, আরবী, উর্দু, হিন্দি এবং নেপালী ভাষায় প্রচার করা হয়।

তিনি বলেন, আগে মিডিল ওয়েব অ্যান্টেনা ব্যবহার করা হতো। যা কেবল লো গ্রাউন্ডে ফ্রিকোয়্যান্সি পাঠাতে সক্ষম। শর্ট ওয়েভ অ্যান্টেনার বৈশিষ্ট হলো পৃথিবীর বিভিন্ন দেশের নির্দিষ্ট অঞ্চলে নিজেই ফ্রিকোয়্যান্সি পাঠাতে পারে দিক পরিবর্তনের মাধ্যমে।

আগে ১৫ ডিগ্রি ফ্রিকোয়্যান্সি অ্যাডজাস্ট করা যেত, তবে ১৮০ ফুট লম্বা শর্ট ওয়েভ অ্যান্টেনা ব্যবহার করায় বর্তমানে ১ ডিগ্রি ফ্রিকোয়্যান্সি অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে।

উপমহাদেশের বেতার জগতে এটি একটি বড় অর্জন হলেও প্রচারের অভাবে অনেকেই বিষয়টি এখনও জানেন না বলে জানান ইনামুল করিম।
 
শর্ট ওয়েভ অ্যান্টেনার মডেল ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪ মেলায় প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ বেতারের কবিরপুর কেন্দ্রে সম্প্রতি এ অ্যান্টেনা স্থাপন করা হয়। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/296917.html#sthash.l1IDjiLL.dpuf