Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:32:12 PM

Title: মাসে ৫০ লাখ স্মার্টওয়াচ অ্যাপলের, বিক্রি অক্টোবরে
Post by: maruppharm on June 09, 2014, 04:32:12 PM
প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করে আগামী অক্টোবর থেকেই তা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে ‍অ্যাপল।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলা শনিবার এ খবর জানিয়েছে।

সূত্রের খবর, প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করবে। এরপর বাজারে ছাড়বে অক্টোবর থেকেই।

এখন স্মার্টওয়াচটির মডেল চূড়ান্তের কাজ চলছে বলে সূত্র জানায়।

কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সংবলিত এ স্মার্টওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সর্ম্পকিত বার্তা দেবে।

এছাড়া, ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর। 

এখন দেখার বিষয় হলো এসবের পাশাপাশি অ্যাপলের এ স্মার্টওয়াচে আর কী বিস্ময় থাকে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/296934.html#sthash.i7Un7z4r.dpuf