Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on June 09, 2014, 04:40:00 PM

Title: প্রিন্ট থেকে ডিজিটালে যাচ্ছে ভারত
Post by: maruppharm on June 09, 2014, 04:40:00 PM
সকালের চায়ের সঙ্গে ভারতীয়দের কাগুজে সংবাদপত্র না হলে দিন কাটে না। যুগ যুগ ধরে ভারতীয় সমাজে চলে আসা এই রীতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। ভারতীয়রা এখন ঝুঁকছেন অনলাইন সংবাদপত্রে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ভারতের ১৩ কোটি মানুষ প্রতিদিন অনলাইনে থাকেন। এদের বেশিরভাগই ফোনে ইন্টারনেট ব্রাউজ করেন। মধ্যবিত্ত শিক্ষিতের হার যত বাড়ছে এ সংখ্যা ততো দ্রুত বাড়ছে। এসব কারণেই ভারতে অনলাইন সংবাদপত্রের পাঠক দিনদিন বাড়ছে।

তাছাড়া প্রিন্ট মিডিয়া যতোটা নিয়ন্ত্রিত হয়ে থাকে অনলাইন মিডিয়ায় সেভাবে নিয়ন্ত্রণ করা হয় না। এ কারণেও ভারতীয় অনলাইনের দিকে ধাবিত হচ্ছে বলে নিউইয়র্ক টাইমস জানায়।

প্রিন্ট মিডিয়াকে ডিজিটাল রূপান্তরে অগ্রণী ভূমিকা রাখছেন ভারতের প্রখ্যাত মিডিয়া উদ্যোক্তা সামির প্যাটেল। সাত বছর আগে দেশটির সবচেয়ে জনপ্রিয় কমিক বই অ্যানিমেশন ও কার্টুন আকারে প্রকাশ করে তিনি খ্যাতি লাভ করেন।

ভারতে সর্বশেষ ডিজিটাল ডেইলি স্কল.ইন চালু করেছেন প্যাটেল। রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক খবরাখবর বিশ্লেষণ করে থাকে এই অনলাইন পত্রিকাটি। ধীরে ধীরে পত্রিকাটি বিদেশি সংবাদ সংস্থাগুলোকে আকৃষ্ট করছে।

চলতি বছরের জানুয়ারিতে স্কল.ইন যাত্রা শুরুর পর ব্যাপক সাড়া পাচ্ছে। প্রথম তিনমাসে এক মিলিয়ন ইউনিক ভিজিটর সাইটিতে ভিজিট করেছেন। এর অর্ধেকেই মোবাইল, ট্যাবলেট, নোটবুকের মতো হ্যান্ডহেল্ড ডিভাইসে সাইট ভিজিট করে। সাফল্য দেখে বিজ্ঞাপনী সংস্থাগুলো সামির প্যাটেলের পিছু ছুটছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আটলান্টিক মিডিয়া কোম্পানির মালিকানাধীন ডিজিটাল প্রকাশনা কোয়ার্টজ এর সঙ্গে যৌথভাবে কোয়ার্টজ ইন্ডিয়া অনলাইন সংবাদপত্র চালু হচ্ছে।

এছাড়া বুজফিড ও হাফিংটন পোস্ট একইভাবে এবছরই ভারতের তাদের অনলাইন অফিস খুলতে যাচ্ছে। অনলাইন অফিস খোলার ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে দেখছেন যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাও। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/295293.html#sthash.98P56A9l.dpuf