Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: Sultan Mahmud Sujon on June 17, 2014, 01:38:57 PM

Title: Use your smart phone as a modem ( when your broadband/modem will not work)
Post by: Sultan Mahmud Sujon on June 17, 2014, 01:38:57 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/10414415_1569945726565556_7117950027404075193_n.jpg)

অনেক সময় আমাদের মডেম বা ব্রডব্যান্ড ইন্টারনেট কাজ করে না, এটা বাসা-বাড়ি বা আপনার অফিসেও হতে পারে, এতে মন খারাপ এর কিছু নেই। আমরা সবাই  smart phone ব্যবহার করে থাকি, ইচ্ছে করলে আপনার smart phone কেই খুব দরকারি প্রয়োজনে modem হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি পিসিতে কিভাবে ব্যবহার করবেন। এর জন্য আপনাকে বাড়তি কোন সফটওয়্যার ব্যবহার করতে তবে না, আপনার ডাটা ক্যাবলকেই মডেমের লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন।

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t31.0-8/p417x417/10348819_1569945663232229_8930948988488076070_o.jpg)

প্রথমে আপনার মোবাইল নেট কানেকশন চালু করুন। তার পর নিচের ধাপ গুলো খেয়াল করুন।

সেটিং এ যান

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/p417x417/10451780_1569945609898901_1488313982977633122_n.jpg)


মোরে ক্লিক করুন

(https://scontent-b-mxp.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/p417x417/10385418_1569945593232236_3629737582710860526_n.jpg)


Tethering and portable hotspot  এ ক্লিক করুন


(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10464083_1569945673232228_8096806682542183826_n.jpg)


এই ধাপে আসার পর আপনার ডাটা ক্যাবল মোবাইল এর সাথে যুক্ত করুন এবং ওকে করে বেরিয়ে আসুন।

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10389329_1569945686565560_2346430764504053677_n.jpg)




এই পোষ্টটি মোবাইল এর মাধ্যমেই পোষ্ট করেছি। ধন্যবাদ।

তবে বেশিক্ষন ব্যবহার করলে আপনার সেট গরম হয়ে যাবে এবং ব্যাটারির উপর চাপ পড়বে।

Title: Re: Use your smart phone as a modem ( when your broadband/modem will not work)
Post by: ariful892 on June 17, 2014, 01:45:15 PM
Excellent Mr. Sujon. If we can use this process, we can consume our time without broad band internet.
Title: Re: Use your smart phone as a modem ( when your broadband/modem will not work)
Post by: Nusrat Nargis on June 17, 2014, 04:03:40 PM
thanks.........