Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: Md.Fakhrul Islam on June 17, 2014, 02:49:43 PM

Title: কালিজিরার গুণাগুণ
Post by: Md.Fakhrul Islam on June 17, 2014, 02:49:43 PM
কালিজিরার গুণাগুণ

* কালিজিরার তেল মাথাব্যথা সারাতে দারুণ উপকারী। কালিজিরার তেল কপালে মালিশ করলে এবং তিন দিন খালি পেটে এক চামচ তেল খেলে আরোগ্য লাভ করা যায়।

* চুল শ্যাম্পু করার পর শুকিয়ে নিন। এবার পুরো মাথায় কালিজিরার তেল ভালো মতো লাগান। এক সপ্তাহ নিয়মিত করলে চুল পড়া অনেক কমে যাবে।

* যাদের হাঁপানির সমস্যা আছে তারা বুকে ও পিঠে কালিজিরার তেল মালিশ করতে পারেন, উপকার পাবেন।

* কালিজিরার তেল ও চূর্ণ ডায়াবেটিসের জন্য উপকারী। নিয়মিত সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

* এক কাপ দুধ ও এক চামচ কালিজিরা তেল একসঙ্গে মিশিয়ে দৈনিক পান করুন। পেটে গ্যাসের সমস্যা থাকলে তা কমে যাবে।

* যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দৈনিক কোনো না কোনোভাবে কালিজিরা সেবনের চেষ্টা করুন, কালিজিরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

* জ্বর হলে সকাল-সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে কালিজিরার তেল পান করুন। জ্বর দ্রুত সেরে যাবে।

* হাঁটুর ব্যথা সারাতে রোজ রাতে কালিজিরার তেল হাঁটুতে মালিশ করুন, হাঁটুর ব্যথা কমে যাবে।
Title: Re: কালিজিরার গুণাগুণ
Post by: Naznin.Tania on June 18, 2014, 10:45:24 AM
Good post.... Thanks.. :)
Title: Re: কালিজিরার গুণাগুণ
Post by: drkamruzzaman on June 29, 2014, 12:50:05 PM
Very informative post.
Title: Re: কালিজিরার গুণাগুণ
Post by: Md.Fakhrul Islam on February 09, 2015, 01:31:12 PM
Thanks to all
Title: Re: কালিজিরার গুণাগুণ
Post by: shirin.ns on February 11, 2015, 03:19:34 PM
Thanks for sharing.......